/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/RCB-CSK_edf932.jpg)
RCB-CSK: আরসিবি বনাম সিএসকে ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল ওয়েবসাইট)
CSK should give one IPL trophy to RCB: বড় বিতর্কের জল্পনা উসকে বিস্ফোরক মন্তব্য করলেন ধোনির প্রাক্তন সতীর্থ অম্বাতি রায়ডু। তিনি বলেছেন, সিএসকে (CSK)-র উচিত অন্তত একটা আইপিএল ট্রফি আরসিবি (RCB)-কে দেওয়া! রায়ডুর এই শ্লেষের কারণ, সিএসকে-কে হারিয়েই বেঙ্গালুরু প্লে-অফে বা এবারের আইপিএলের প্রথম চারে তার জায়গা পাকা করেছে।
অথচ, গ্রুপ লিগে সিএসকে সাতটি ম্যাচে জিতেছে। আর, আরসিবি কোনওরকমে জিতেছে ছ'টি ম্যাচে। পিছিয়ে থাকা দল আরসিবির কাছে এই পরাজয়ের ঘোর কাটাতে পারেননি সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। ২৭ রানে সিএসকে বা চেন্নাইকে হারানোর পর আরসিবি বা বেঙ্গালুরুর খেলোয়াড়রা যখন মাঠে উৎসব শুরু করেন, রীতিমতো হতবাক হয়ে যান আউট হয়ে যাওয়া ধোনিও। গোটা ব্যাপারটায় ধোনি এতটাই আঘাত পেয়েছেন যে তিনি বিপক্ষের খেলোয়াড়রা শুধু নন, কারও সঙ্গেই করমর্দন না করেই মাঠ ছেড়ে চলে যান।
আরসিবির এই জয় উদযাপনকে ভালো চোখে দেখেননি ধোনির প্রাক্তন সতীর্থ রায়ড়ুও। তিনি তাই রীতিমতো কটাক্ষ করে বলেছেন, সিএসকের উচিত আরসিবিকে অন্তত একটা ট্রফি উপহার দেওয়া। কারণ, আইপিএলে মুম্বই আর সিএসকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ৫টি করে ট্রফি জিতেছে। আর, আরসিবি একটাও ট্রফি এখনও পর্যন্ত জোটাতে পারেনি।
Ambati Rayudu - RCB should win the IPL. We saw what was the reaction in the streets of Bengaluru, in fact CSK should give one of their trophies to RCB
— Sachin (@Sachin_1_0) May 19, 2024
He also wants RCB to lose against SRH in Eliminator
Varun Aaron - he's just not able to digest the fact that RCB knocked out CSK pic.twitter.com/lZdBePSzPf
কার্যত আরসিবির সেই ব্যর্থতাকেই তুলে ধরতে চেয়ে রায়ডু বলেছেন, 'আরসিবি এমনভাবে আনন্দ করছিল যেন আইপিএলই জিতে গেছে। আনন্দ করতে আরসিবি সমর্থকরা বেঙ্গালুরুর রাস্তায় নেমে গেছিলেন পর্যন্ত। সিএসকের উচিত, তাদের একটা ট্রফি আরসিবিকে দিয়ে দেওয়া। যাতে তারা সেটা নিয়ে রাস্তায় মিছিল করতে পারে।' তবে, এসব বলে রায়ডুও রেহাই পাননি। তাঁরই প্রাক্তন সতীর্থ বরুণ অ্যারন পালটা দিয়েছেন। বরুণ কটাক্ষের সুরে বলেন, 'আসলে সিএসকে যে হেরেছে, সেটা তারা এখনও হজম করতে পারছে না।'
আরও পড়ুন- ৫ কোটি টাকা RCB নাকি নর্দমায় ফেলে দিয়েছে! অসহ্য টিটকিরির জবাবে এবার মুখ খুললেন দয়ালের বাবা
এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন আরসিবির পেসার যশ দয়াল। দয়ালের পারফরম্যান্সের জন্যই আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস তাঁর 'ম্যান অফ দ্য ম্যাচ' পুরস্কার দয়ালকে উৎসর্গ করেন। ম্যাচের পর প্লেসিস বলেন, 'আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা দয়ালকে উৎসর্গ করছি। ও যেভাবে বোলিং করেছে, অবিশ্বাস্য! ও বলতে গেলে নতুন ছেলে। তার মধ্যেই এরকম পারফরম্যান্স। ওকে বলেছিলাম, এটা পেসের পিচ। নিজের ওপর ভরসা রাখ। আর, ম্যাচটা উপভোগ কর। ও করেছে। ও প্রথম বলে ছয় খেয়েছে। কিন্তু, তারপরই দুর্দান্ত বল করেছে।'