আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন গত মাসেই। ক্রিকেটার হিসাবে সবথেকে বেশিবার আইপিএল জেতার নজিরও স্পর্শ করেছেন। রোহিত-ধোনি নয় সবথেকে বেশিবার (৬ বার) আইপিএল জিতেছেন আম্বাতি রায়ুডু।
আর আইপিএল শেষের পরেই রায়ুডুর রাজনীতিতে যোগদানের জল্পনা চরমে পৌঁছল। গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেছেন তিনি।
ক্রিকেট মাঠে বহুবার বিতর্কে জড়িয়েছেন। অবসর ভেঙে বাইশ গজে ফিরে আসার কীর্তিও রয়েছে তাঁর। এর আগে একাধিকবার রায়ুডু জানিয়েছিলেন, অবসরের পর রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি।
আইপিএল ফাইনালের আগেই রায়ুডু অবসর ঘোষণার পর একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তারকার সঙ্গে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং লোকসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। রায়ুডু অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলার বাসিন্দা।
এখনও সরাসরি নির্দিষ্ট কোনও দলে যোগদানের কথা ঘোষণা না করলেও রায়ুডু জগনমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে জল্পনা ছড়িয়েছেন। সূত্রের খবর, তিনি সম্ভবত YSRCP-তেই যোগ দিচ্ছেন। সম্প্রতি এই আক্রমণাত্মক এই ব্যাটসম্যান একাধিকবার রেড্ডির জন্য প্রশংসাসূচক টুইট করেছেন।
সূত্রের খবর, রায়ুডু মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের ক্রীড়া সংস্কৃতি এবং পরিকাঠামো উন্নতি করার প্রস্তাব দিয়েছেন। যাতে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তাঁকে আশ্বস্ত করেছেন, তাঁর পরিকল্পনা মেনেই এগোনো হবে।
সূত্রের খবর, রায়ুডুকে দলে পেতে উদ্যোগী হয়েছে তেলেঙ্গানার কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বও। হায়দরাবাদের কাছাকাছি কোনও কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কংগ্রেসের হয়ে রায়ুডুকে পেতে ঝাঁপিয়েছেন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন। তিনি রায়ুডুকে হায়দরাবাদ সংলগ্ন কোনও একটি কেন্দ্র থেকে লোকসভা লের টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছেন। জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন রায়ুডুর জয়ের জন্য আশাবাদী এখন থেকেই।
Read the full article in ENGLISH