Advertisment

রায়ডুর খোলা চিঠিতে বিশেষ বার্তা কোহলিকে

অভিমানেই কি অবসর! প্রশ্নটা থেকেই যাচ্ছে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। চূড়ান্ত স্কোয়াড থেকে দু-বার ভারতীয় দলে পরিবর্তন হলেও ডাক মেলেনি আম্বাতি রায়ডুর! আর তার জেরেই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন রায়ডু।

author-image
IE Bangla Web Desk
New Update
Ambati Rayudu thanks Virat Kohli for believing in him;

রায়ডুর খোলা চিঠিতে বিশেষ বার্তা কোহলিকে

অভিমানেই কি অবসর! প্রশ্নটা থেকেই যাচ্ছে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। চূড়ান্ত স্কোয়াড থেকে দু-বার ভারতীয় দলে পরিবর্তন হলেও ডাক মেলেনি আম্বাতি রায়ডুর! আর তার জেরেই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন রায়ডু। জানিয়ে দিয়েছেন দেশের জার্সিতে আর মাঠে নামবেন না। রায়ডুর অবসরের সিদ্ধান্তে ক্রিকেটমহলের অনেকেই হতবাক হয়ে গিয়েছে। কেউ কেউ আবার দুষেছেন নির্বাচকদরেও। কিন্তু রায়ডু নিজের ফেয়াওয়েল চিঠিতে যা লিখলেন, সেখানে শুধুই কৃতজ্ঞতা আর ধন্য়বাদ। নেই কোনও আফসোস বা আক্ষেপ।

Advertisment

রায়ডু তাঁর ক্রিকেট কেরিয়ারে এমএস ধোনি (চেন্নাই সুপার কিংস), রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স) ও বিরাট কোহলির (ভারত) নেতৃত্বে খেলেছেন। এই তিন অধিনায়ককেই তিনি ধন্য়বাদ জানিয়েছেন তাঁকে সমর্থন করে পথ দেখানোর জন্য়। কিন্তু ভারত অধিনায়ক বিরাটকে তিনি বিশেষ করে ধন্য়বাদ জানিয়েছেনে চিঠিতে। রায়ডু লিখেছেন, "আমি এমএস ধোনি, রোহিত শর্ম এবং বিরাট কোহলির ক্য়াপ্টেনসিতে খেলেছি। আমি তাঁদেরকে ধন্য়বাদ জানাতে চাই। বিশেষ করে বিরাট কোহলির কথা বলব আমি। ভারতীয় দলে তিনি আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ মিলল না, অভিমানে অবসরই নিয়ে ফেললেন রায়াডু

রায়ডুর সম্পূর্ণ চিঠিটির প্রতিলিপি রইল এখানে:

Respected sir,

I would like to bring to your kind notice that I have come to decision to step away from the sport and retire from all forms and levels of the game. I would like to take this opportunity to thank the bcci and all the state associations that I have represented which include Hyderabad, Baroda, Andhra and Vidharbha. I also would like to thank the two ipl franchises MI and Csk for their support. It has been a honour and privilege to have represented our country. I would like to thank the captains i have played under, MS Dhoni, Rohit Sharma and especially Virat Kohli who always had shown great belief in me throughout my career with the Indian team. It has been a wonderful journey of playing the sport and learning from every up and down it brought up on for the last 25 years at various different levels. Finally I would like to thank my family and all the wellwishers who have been with me throughout this wonderful journey.

Thanking you sir,

Ambati Rayudu

কোহলিও অতীতে বলেছেন যে, চার নম্বর জায়গায় ব্য়াট করার সঠিক ক্রিকেটার রায়ডুই। এমনকী রায়ডুর অবসরের পর তাঁকে ভবিষ্য়ত জীবনের শুভেচ্ছা জানিয়ে টুইট করতেও ভোলেননি বিরাট। রায়ডুকে ''টপ ম্য়ান'' বলেই আখ্য়া দিয়েছেন বিরাট।

Virat Kohli Ambati Rayudu Cricket World Cup
Advertisment