দেশের বক্সিংয়ের ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন অমিত পাংঘাল। প্রথম ভারতীয় হিসেবে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন তিনি। ৫২ কেজির ফ্লাইওয়েট বিভাগের শেষ চারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাজাখস্তানের সাকেন বিবিসিনোভকে ৩-২ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠা নিশ্চিত করেন ভারতীয় বক্সার। শনিবারে উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভের বিপক্ষে খেলতে নামবেন অমিত। উজবেক প্রতিপক্ষ এদিনই ফ্রান্সের বিল্লাল বেন্নামাকে হারালেন।
গত বছর এশিয়ান গেমসে অমিত দেশকে সোনা এনে দিয়েছিলেন। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ। অমিতের উত্থান অবশ্য গত বছরও নয়। ২০১৭-য় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন। সেই বছরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। দেশের অলিম্পিক কোটায় অন্যান্যদের সুযোগ করে দেওয়ার জন্য ৪৯ কেজির বদলে তিনি ৫২ কেজির বিভাগে অংশ নিচ্ছেন।
এর আগে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের কোনও সংস্করণে একটির বেশি ব্রোঞ্জ জেতেনি ভারত। তবে চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপে মণীশ কৌশিক (৬৩ কেজি) এবং অমিত পাংঘাল দু-জনেই সেমিফাইনালে পৌঁছে সেই কৃতিত্ব পেরিয়ে গিয়েছিলেন। অমিত এবার আরও একধাপ এগিয়ে ফাইনালেও পৌঁছে গেলেন। এর আগে বিশ্ব পর্যায়ের মিটে পদকজয়ীরা হলেন- বিজেন্দর সিং (২০০৯), বিকাশ কৃষ্ণণ (২০১১) শিবা থাপা (২০১৫) এবং গৌরব বিদুরী (২০১৭)।
অমিত পাংঘাল ফাইনালে উঠলেও অন্য ভারতীয় সেমিফাইনালিস্ট মণীশ কৌশিক শীর্ষ বাছাই কিউবার অ্যান্ডি গোমেজ ক্রুজের কাছে ০-৫ পয়েন্টে হেরে গিয়েছেন। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল। এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ৬। এর মধ্যে পাঁচটিই ব্রোঞ্জ। প্রথম ভারতীয় হিসেবে অমিত এখন সোনা এনে দিতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।
Read the full article in ENGLISH