রাশিয়ার একাতেরিনবার্গে অমিত পাঙ্ঘালের দুর্ধর্ষ অভিযান শেষ হল ফাইনালে। সোনা নয়, রুপো জিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের নতুন বক্সিং তারকাকে। প্রথম ভারতীয় হিসেবে বক্সিং চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার নজির গড়েছিলেন। ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন শাখোবিদিন জোইরভের বিপক্ষে ৫২ কেজি বিভাগে হারতে হল অমিতকে।
উজবেক প্রতিরক্ষের বিরুদ্ধে অমিত পাঙ্ঘালের খেলার ফলাফল ০-৫। তবে স্কোরলাইন যেমন একপেশে খেলার ফলাফল প্রকাশ করছে, এমনটা মোটেও নয়। জোইরভের বিরুদ্ধে দুরন্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছিলেন। খেলার শেষে সংবাদসংস্থাকে দেওয়া অমিত জানান, “পাঞ্চে অন্যদিনের মতো এদিন শক্তি আমদানি করতে পারিনি। এই বিষয়ে আমাকে আরও খাটতে হবে। তাছাড়া জোইরভ এই ফর্ম্যাটে অনেকদিন খেলছে। এটা ওকে সাহায্য করেছে।”
প্রসঙ্গত, গত বছর এশিয়ান গেমসে অমিত দেশকে সোনা এনে দিয়েছিলেন। অমিতের উত্থান অবশ্য গত বছরও নয়। ২০১৭-য় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন। সেই বছরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। দেশের অলিম্পিক কোটায় অন্যান্যদের সুযোগ করে দেওয়ার জন্য ৪৯ কেজির বদলে তিনি ৫২ কেজির বিভাগে অংশ নিয়েছিলেন।
Silver for AMIT!????
A historic outing for ????????as the #AIBAWorldBoxingChampionships campaign comes to an end with a Silver and a Bronze Medal. First time ever, India will come home with two medals and a Silver for the first time won by #AmitPanghal.
Kudos Champs!
#PunchMeinHaiDum pic.twitter.com/PXcdUrp88G— Boxing Federation (@BFI_official) September 21, 2019
তবে হারলেও এত সহজে ভেঙে পড়ছেন না তিনি। অমিতের গলায় প্রত্যয়, “যাইহোক, এটা আমার কেরিয়ারের সবথেকে বড় পদক। গোটা দেশকে এই পদকজয় উৎসর্গ করছি।” বক্সিং চ্যাম্পিয়নশিপে অমিতের পাশাপাশি দেশকে পদক এনে দিলেন মণীশ কৌশিক। যিনি কমনওয়েলথ গেমসের সর্বশেষ সংস্করণে রুপো জিতেছিলেন। তিনি ৬৩ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে যান। ব্রোঞ্জ-এই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।
পদক জয়ের পরে অমিত পাঙ্ঘাল আবার কোচের জন্য আর্জি রেখেছেন, “নিজের পদকের জন্য ভাবিত নই। তবে আমার কোচ অনিল ধনকরকে যদি দ্রোণাচার্যের জন্য় ভাবা হয়, তাহলে ভাল লাগবে। উনি আমাকে তৈরি করেছেন। উনি না থাকলে এতদূর আসতে পারতাম না।”
Read the full article in ENGLISH
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, বিতর্ক বম্বে হাইকোর্টের রায়ে
'আর ফেরার চেষ্টা করবে না-নেব না', 'দলবদলু'দের কড়া বার্তা মমতার
প্রসেনজিৎ অভিনীত 'নেতাজির' ছবি উন্মোচন রাষ্ট্রপতির! টুইট করেও ডিলিট করলেন মহুয়া
বিয়ে করলেন বরুণ-নতাশা, অতিথি আপ্যায়ণে বিশেষ ভূমিকা শাহরুখ-গৌরীর
দেবলীনা-সায়নীকে খুন-ধর্ষণের হুমকি! পথে নেমে তীব্র প্রতিবাদ বিদ্বজনদের
এবার সময়সীমা বেঁধে মমতার বাড়িতে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ শুভেন্দুর
বলিউড ডেবিউ রুক্মিণী মৈত্রর, বিপরীতে বিদ্যুৎ জামওয়াল, 'নার্ভাস লাগছে' মন্তব্য অভিনেত্রীর
দ্বন্দ্ব ভুলে মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়
'সাহস থাকলে আমাদের ধর্ষণ করুক! ঝাঁটা-বঁটি নিয়ে তেড়ে যাব', প্রতিবাদী সাংসদ নুসরত
অঙ্কুশের নতুন ফ্ল্যাটে জমিয়ে পার্টি, অনীকের গানে দেদার নাচ ঐন্দ্রিলা-বিক্রমের