রাশিয়ার একাতেরিনবার্গে অমিত পাঙ্ঘালের দুর্ধর্ষ অভিযান শেষ হল ফাইনালে। সোনা নয়, রুপো জিতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের নতুন বক্সিং তারকাকে। প্রথম ভারতীয় হিসেবে বক্সিং চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার নজির গড়েছিলেন। ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন শাখোবিদিন জোইরভের বিপক্ষে ৫২ কেজি বিভাগে হারতে হল অমিতকে।
উজবেক প্রতিরক্ষের বিরুদ্ধে অমিত পাঙ্ঘালের খেলার ফলাফল ০-৫। তবে স্কোরলাইন যেমন একপেশে খেলার ফলাফল প্রকাশ করছে, এমনটা মোটেও নয়। জোইরভের বিরুদ্ধে দুরন্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছিলেন। খেলার শেষে সংবাদসংস্থাকে দেওয়া অমিত জানান, "পাঞ্চে অন্যদিনের মতো এদিন শক্তি আমদানি করতে পারিনি। এই বিষয়ে আমাকে আরও খাটতে হবে। তাছাড়া জোইরভ এই ফর্ম্যাটে অনেকদিন খেলছে। এটা ওকে সাহায্য করেছে।"
প্রসঙ্গত, গত বছর এশিয়ান গেমসে অমিত দেশকে সোনা এনে দিয়েছিলেন। অমিতের উত্থান অবশ্য গত বছরও নয়। ২০১৭-য় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন। সেই বছরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। দেশের অলিম্পিক কোটায় অন্যান্যদের সুযোগ করে দেওয়ার জন্য ৪৯ কেজির বদলে তিনি ৫২ কেজির বিভাগে অংশ নিয়েছিলেন।
তবে হারলেও এত সহজে ভেঙে পড়ছেন না তিনি। অমিতের গলায় প্রত্যয়, "যাইহোক, এটা আমার কেরিয়ারের সবথেকে বড় পদক। গোটা দেশকে এই পদকজয় উৎসর্গ করছি।" বক্সিং চ্যাম্পিয়নশিপে অমিতের পাশাপাশি দেশকে পদক এনে দিলেন মণীশ কৌশিক। যিনি কমনওয়েলথ গেমসের সর্বশেষ সংস্করণে রুপো জিতেছিলেন। তিনি ৬৩ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে যান। ব্রোঞ্জ-এই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।
পদক জয়ের পরে অমিত পাঙ্ঘাল আবার কোচের জন্য আর্জি রেখেছেন, "নিজের পদকের জন্য ভাবিত নই। তবে আমার কোচ অনিল ধনকরকে যদি দ্রোণাচার্যের জন্য় ভাবা হয়, তাহলে ভাল লাগবে। উনি আমাকে তৈরি করেছেন। উনি না থাকলে এতদূর আসতে পারতাম না।"
Read the full article in ENGLISH