Advertisment

অমিত-সাক্ষাতের আগেই অসুস্থ মহারাজ, খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরো একবার অসুস্থ হয়ে পড়লেন সৌরভ। এবার ভর্তি হলেন ফের অসুস্থ সৌরভ, ভর্তি হলেন অ্যাপোলোতে।

author-image
IE Bangla Web Desk
New Update

কৈলাস বিজয়বর্গীয়র কাছে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিলেন অমিত শাহ। এই মুহুর্তে কীরকম রয়েছেন তিনি সেই বিষয়ে সবিস্তারে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। সূত্রের খবর ৩০ তারিখেই সৌরভের বাড়িতে সাক্ষাৎ করার কথা ছিল অমিত শাহ। তা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছিলই। তার আগেই দুঃসংবাদ।

Advertisment

দুপুরে অসুস্থ বোধ করায় অ্যাপোলোতে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে বুকে ব্যথা বোধ করছিলেন আরো একবার। সঙ্গে সঙ্গেই হাসপাতালে যেতে মনস্থির করেন তিনি।

আরো পড়ুন: ধোনির ‘সতীর্থ’ বঙ্গ পেসারে নজর কেকেআরের! নিলামের লড়াইয়ে আরসিবি, কিংসরাও

গ্রিন করিডর করে সৌরভকে অ্যাপোলোতে আনা হয়। একবালপুর, এজেসি বোস ফ্লাইওভার হয়ে অ্যাপোলোতে পৌঁছন সৌরভ। শেষ খবর পাওয়া পর্যন্ত ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে মহারাজের।

আপাতত ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে সৌরভকে। এমনটাই খবর হাসপাতাল সূত্রে। প্রয়োজনীয় টেস্টের পরই চিকিৎসা শুরু করা হবে। হাসপাতালে সৌরভের সঙ্গে এসেছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসাপাতালে পৌঁছেছেন বৈশালী ডালমিয়াও।

এর আগে গত ২ জানুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হৃদরোগের উপসর্গ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচদিন হাসপাতালে থাকার পর ৭ জানুয়ারি ডিসচার্জ করে দেওয়া হয় তাঁকে।

চলতি মাসের শুরুতেই হাসপাতালে এসে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে মহাতারকা ট্রিপল ভেসেল ডিজিজ-এ আক্রান্ত। তড়িঘড়ি একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তাঁর। হাসপাতালে সৌরভকে সেই সময় দেখতে এসেছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেঠি। সকলের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয় বাকি দুই ধমনীতে এখনই স্টেন্ট কিংবা বাইপাস সার্জারি করা হবে না। তারপরেই সৌরভকে ডিসচার্জ করে দেওয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly
Advertisment