/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Sachin_amitabh.jpg)
লিজেন্ডস ক্রিকেট লিগে অংশ নিচ্ছেন, এমন খবর রটে গিয়েছিল। তবে সেই জল্পনা উড়িয়ে দিলেন শচীন তেন্ডুলকর। সরাসরি শচীনের ম্যানেজমেন্ট সংস্থা 'এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট'-এর তরফে জানিয়ে দেওয়া হল, মাস্টার ব্লাস্টার মোটেই ২০ জানুয়ারি থেকে ওমানে অনুষ্ঠিত হতে চলা লিগে অংশ নেবেন না।
শচীনের সংস্থার মুখপাত্র টুইট করে জানিয়ে দিলেন, "লিজেন্ডস লিগে শচীনের অংশ নেওয়া মোটেই সত্যি নয়। ক্রিকেট সমর্থকদের এবং মিস্টার অমিতাভ বচ্চনকে ভুল খবর পরিবেশন করা থেকে বিরত থাকা উচিত আয়োজকদের।"
The news about @sachin_rt’s participation in ‘Legends League Cricket’ is not true.
The organisers should refrain from misleading cricket fans and Mr. Amitabh Bachchan.
- Official spokesperson, SRT Sports Management Pvt. Ltd. https://t.co/Uyjc5721UM— 100MB (@100MasterBlastr) January 8, 2022
লিগের এক বিজ্ঞাপনী প্রচারে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন স্বয়ং লিজেন্ডস লিগে অংশ নেওয়া শচীনের নাম দেখাচ্ছেন সমর্থকদের। তবে শচীনের সংস্থার তরফে আপত্তি জানানোর পরেই অমিতাভ বচ্চন পুরোনো টুইটের জন্য ক্ষমা চেয়ে ইভেন্টের নতুন প্রমোশনাল ক্লিপ শেয়ার করেন।
আরও পড়ুন: সেরার সেরা লড়াইয়ে মাঠে ফের যুবি-ভাজ্জি-শেওয়াগ! প্রতিপক্ষ শোয়েব-মুরলিরা
বিগ বি টুইটারে লিখেছিলেন, "সংশোধন, লিজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনাল প্রোমো। অনিচ্ছাকৃত কোনও ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। অনিচ্ছার কারণে ভুল হয়ে গিয়েছে।"
T 4152 - CORRECTION : Legends League Cricket T20 , FINAL promo .. apologies .. and regrets for any inconvenience caused .. the error was inadvertent .. 🙏🙏🙏#legendsleaguecricket#bosslogonkagamepic.twitter.com/Zo33KqZxKU
— Amitabh Bachchan (@SrBachchan) January 8, 2022
শচীন না খেললেও লিজেন্ডস লিগের ক্রিকেটে ভারতের একের পর এক তারকা অংশগ্রহণ করছেন। ভারতীয় মহারাজা দলের হয়ে খেলতে দেখা যাবে যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেওয়াগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরা।
যুবরাজ, হরভজন, শেওয়াগ ছাড়াও ইন্ডিয়া মহারাজা দলের জার্সিতে খেলতে দেখা যাবে মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বদ্রিনাথ, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, নমন ওঝা, মনপ্রীত গোনি, হেমাঙ্গ বাদানি, বেণুগোপাল রাও, সঞ্জয় বাঙ্গার, নয়ন মোঙ্গীয়া, অমিত ভাণ্ডারিদের।
এশিয়া একাদশের জার্সিতে নামবেন পাকিস্তান এবং শ্রীলঙ্কান সুপারস্টাররা- শোয়েব আখতার, মুথাইয়া মুরলিধরন, চামিন্দা ভ্যাস, সনৎ জয়সূর্য, শাহিদ আফ্রিদি, কামরান আকমল, রমেশ কালুভিত্তরনে, তিলকরত্নে দিলশান, আজাহার মাহমুদ, উপুল থরঙ্গা, মিসবা উল হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ, উমর গুলরা। এছাড়াও থাকবেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। অবশিষ্ট বিশ্ব একাদশের এখনও দল ঘোষণা হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন