Advertisment

চেলসির সমর্থনে 'নীল' হলেন বচ্চন

শুরু হয়ে গিয়েছে প্রিমিয়র লিগের নয়া মরসুম। ইউরোপের অন্য়তম সেরা ফুটবল টুর্নামেন্টে চোখ রাখেন বলিউডের শাহেনশা। অমিতাভ বচ্চন চেলসির একজন ডাইহার্ড ফ্য়ান। ২০ দলীয় লড়াইয়ে নীলই তাঁর প্রিয় ক্লাব।

author-image
IE Bangla Web Desk
New Update
Amitabh Bachchan supports Chelsea posted picture on facebook

চেলসির সমর্থনে 'নীল' হলেন বচ্চন

শুরু হয়ে গিয়েছে প্রিমিয়র লিগের নয়া মরসুম। ইউরোপের অন্য়তম সেরা ফুটবল টুর্নামেন্টে চোখ রাখেন বলিউডের শাহেনশা। অমিতাভ বচ্চন চেলসির একজন ডাইহার্ড ফ্য়ান। ২০ দলীয় লড়াইয়ে নীলই তাঁর প্রিয় ক্লাব। শনিবার চেলসির সমর্থনে ফেসবুকে ছবি পোস্ট করলেন বিগ-বি। দেখা যাচ্ছে নীল রঙের চেলসির জ্য়াকেট আর নীল চশমা পরেই ছবি শেয়ার করেছেন সিনিয়র বচ্চন।

Advertisment

আরও পড়ুন: ভিডিও: দেখুন কীভাবে একের পর এক বল ছাড়লেন স্মিথ, কৌশলে হতবাক বাইশ গজ!

View this post on Instagram

#FraBel #worldcupsemifinals Congratulations France! @amitabhbachchan

A post shared by Abhishek Bachchan (@bachchan) on

গতবছর রাশিয়াতেও ফুটবল দেখতে হাজির ছিলেন অমিতাভ-অভিষেক। সেন্ট পিটার্সবার্গের জেনিথ এরিনায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-বেলজিয়াম। সেই ম্য়াচে হাজির ছিলেন পিতা-পুত্র। ফ্রান্স জেতার পর অভিষেকও টুইট করেছিলেন এমবাপেদের জয় নিয়ে।

আগামিকাল লেস্টার সিটির বিরুদ্ধে লিগ অভিযান শুরু করছে চেলসি। কিছুদিন আগেই লিভারপুলের কাছে টাইব্রেকারে হেরে চেলসি সুপারকাপ হাতছাড়া করেছে। এবার চেলসির দায়িত্বে নতুন কোচ। মৌরিজিও সারির জুতোয় পা গলিয়েছেন চেলসির প্রাক্তন মহারথী ফ্র্য়াঙ্ক ল্য়াম্পার্ড। অলিভার জিরুদ, কান্তেদের মাথায় ল্যাম্পার্ডকে হেডস্য়ার করে বসিয়েছে ইংলিশ প্রিমিয়র লিগের এই ঐতিহ্য়বাহী ক্লাব। আগামী তিন বছর চেলসির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ল্য়াম্পার্ড।

চেলসির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলাদাতা হয়ে ক্লাবকে ল্য়াম্পার্ড জিতিয়েছেন তিনটি প্রিমিয়র লিগ ও চারটি এফএ কাপ। দু’টি লিগ কাপ ও ইউরোপা কাপ জেতাতেও চেলসিকে সাহায্য় করেন তিনি। এমনকী চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগও জেতান ল্যাম্পার্ড। ফলে তাঁর থেকে চেলসির ফ্য়ানেদের ট্রফির প্রত্য়াশা রয়েছে।

amitabh bachchan
Advertisment