Advertisment

বিশ্বকাপের সময়েই বিরাট আপডেট! জাতীয় দলের নতুন হেড কোচ ঘোষণা করল জয় শাহের বোর্ড

বড় ঘোষণা করল বিসিসিআই

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah

জয় শাহ

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ধরা হয় তাঁকে। সেই অমল মুজুমদারকেই এবার জাতীয় মহিলা দলের হেড কোচ ঘোষণা করা হল। বুধবারই বোর্ডের তরফে বড়সড় ঘোষণায় অমল মুজুমদারের নিয়োগের কথা জানিয়ে দিল বোর্ড।

Advertisment

বোর্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অমল মুজুমদার জানিয়ে দিয়েছেন, "ভারতের মহিলা দলের হেড কোচ নিযুক্ত হওয়ায় আমি রীতিমত সম্মানিত। আমার ওপর আস্থা, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চিন্তাভাবনা এবং রোডম্যাপে ভরসা রাখার জন্য ক্রিকেটের উপদেষ্টা কমিটি এবং বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বিরাট দায়িত্ব। প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে উৎকর্ষতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য সঠিক প্রস্তুতি এবং পথ প্রদর্শন করতে চাই দ্রুত।"

৪৮ বছরের তারকা জাতীয় দলের জন্য নিজের পরিকল্পনা জানিয়েছেন। বলেছেন, "আগামী দুই বছর বেশ গুরুত্বপূর্ণ। দুটো ওয়ার্ল্ড কাপে খেলতে হবে আমাদের। কোচিং স্টাফে বাকিদের সঙ্গে সমস্ত প্ল্যানিং ঠিকঠাক পালন করতে চাই। সাফল্যের জন্য নিজেদের উজাড় দেব।"

২০২২-এ রমেশ পাওয়ার হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান। তারপর এতদিন এই পদ শূন্যই ছিল। হেড কোচ বেছে নেওয়ার দায়িত্ব ছিল সুলক্ষনা পন্ডিত, অশোক মালহোত্রা এবং যতীন পরঞ্জপের ক্রিকেট উপদেষ্টা কমিটির। এই কমিটি একাধিকজনের ইন্টারভিউ নেওয়ার পর শেষমেশ ঐক্যমতের ভিত্তিতে অমল মুজুমদারকে কোচ হিসেবে বেছে নেওয়ার জন্য সুপারিশ করে।

বোর্ড সভাপতি রজার বিনি জানিয়েছেন, "দ্বিপাক্ষিক এবং মাল্টি-নেশন টুর্নামেন্টে জাতীয় দল ধারাবাহিকভাবে ভাল খেলে চলেছে। জাতীয় দল অমল মুজুমদারের তত্ত্বাবধানে যে ব্যাপক উপকৃত হবে, সেই বিষয়ে আমি নিশ্চিত।"

সচিব জয় শাহ বলেছেন, "নিযুক্ত হওয়া অমল মুজুমদারকে শুভেচ্ছা জানাতে চাই। জ্ঞান, দক্ষতা যেমন রয়েছে তেমন আধুনিক ক্রিকেট সম্পর্কে বেশ ওয়াকিবহাল তিনি।" প্ৰথম শ্রেণির ক্রিকেটে ১৭১ ম্যাচে ১১১,৬৭ রান করেছেন অমল মুজুমদার। ২১ বছরের দীর্ঘ কেরিয়ারে ৩০টি শতরান-ও হাঁকিয়েছেন। এছাড়াও ১০০টি লিস্ট এ এবং ১৪টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

BCCI Indian Cricket Team Indian Team
Advertisment