/indian-express-bangla/media/media_files/2025/11/05/amol-muzumdar-2025-11-05-20-10-17.jpg)
Amol Muzumdar: দলের বিশ্বকাপ জয়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন কোচ অমল মুজুমদার।
Amol Muzumdar cricket: ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল জিতেছে। এর পেছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে দলের প্রধান কোচ অমল মুজুমদারের। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হলেও তিনি কখনও ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবুও তাঁর শান্ত নেতৃত্ব এবং কৌশলগত চিন্তাভাবনায় ভারতীয় মহিলা দল আজ শিরোপা পেয়েছে।
সেমিফাইনালে দুর্দান্ত জয়
সেমিফাইনালে ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। জেমিমা রডরিগেজের অপরাজিত ১২৭ রান এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংস দলকে রেকর্ড রান তাড়া করে জয় এনে দিয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক কৌর সোজাসাপটা বলে দিয়েছেন, 'আমাদের সাফল্যের মূল স্তম্ভ অমল স্যার।'
আরও পড়ুন- বাদের খাতায় এই তারকা ক্রিকেটার! ধ্বংসের পথে রঙিন কেরিয়ার
অমল মুজুমদারের কোচিং দর্শন
অমল মুজুমদার বিশ্বাস করেন ‘কাজের মাধ্যমে জবাব দাও’। তাঁর কোচিংয়ে ড্রেসিংরুমে কোনও অযথা চাপ থাকে না। তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসী রাখার ওপর জোর দেন। তাঁর মতে, 'আমরা ভালো শুরু করি, কিন্তু শেষটা আরও ভালোভাবে করতে হবে — এবার সেটা করেছি।'
আরও পড়ুন- ফিটনেসের অভাব না রাজনীতির শিকার? টিম ইন্ডিয়ায় ফের ব্রাত্য সামি
বিতর্ক ও প্রমাণ
২০২৩ সালে ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হওয়ার পর থেকেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে — কারণ তিনি কখনও ভারতের হয়ে খেলেননি। কিন্তু, মুজুমদার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ১১,০০০-এরও বেশি রান করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আজ তাঁর নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জিতেছে।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার
দুই দশকেরও বেশি সময় ধরে মাঠে পরিশ্রম করেছেন মুজুমদার। কখনও বড় মঞ্চে সুযোগ না পেলেও তিনি কখনও হাল ছাড়েননি। জুনিয়র দলে, বিদেশে, এমনকি নেদারল্যান্ডসেও তিনি কোচিং করিয়েছেন। ধৈর্য, পেশাদারিত্ব এবং ইতিবাচক মনোভাব তাঁকে আলাদা স্থান দিয়েছে।
আরও পড়ুন- বিরাট নাকি 'বেওয়াফা'? জ্বলে উঠলেন অনুষ্কা! দিলেন যোগ্য জবাব
দলের আস্থা
বিশ্বজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বলেন, 'আমাদের সকলেরই কোচ অমল মুজুমদারের ওপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি কঠোর হলেও সেটা সবসময় ভালোর জন্যই হন।' হরমনপ্রীতের এই কথাই প্রমাণ করে, মজুমদার শুধু কোচ নন — তিনি দলের জন্য মানসিক শক্তিও।
অমল মুজুমদারের রেকর্ড
প্রথম শ্রেণির ম্যাচ: ১৭১
রান: ১১,১৬৭
সেঞ্চুরি: ৩০
লিস্ট-এ ম্যাচ: ১১৩ (৩,২৮৬ রান)
টি-টোয়েন্টি ম্যাচ: ১৪
তিনি এমন একজন মানুষ, যিনি ভারতের হয়ে কখনও খেলেননি, অথচ দেশকে বিশ্বকাপ দিয়েছেন। আর, এই গল্পই অমল মজুমদারকে বিশেষ জায়গা দিয়েছে। তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us