Advertisment

Vamshhi Krrishna Six Sixes: ১ ওভারেই ৬ ছক্কার সুনামি ভারতে! শাস্ত্রী-রুতুরাজের বিষ্ফোরণ ফেরাল ২২ গজ! দেখুন ভিডিও

Six Sixes in Over: ভারতের ঘরোয়া ক্রিকেটে এই কীর্তি অবশ্য নতুন কিছু নয়। রবি শাস্ত্রী রঞ্জি ট্রফিতে ১৯৮৫-তে বরোদার বিপক্ষে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন স্পিনার তিলক রাজের ওভারে। সেই ম্যাচে শতরান-ও করেন সেই সময়ের ফ্ল্যামবয়েন্ট তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Andhra's Vamshhi Krrishna, Vamshhi Krrishna Six Sixes, Six Sixes in Over

Vamshhi Krrishna Six Sixes: ছয় ছক্কার সাহায্যে সেঞ্চুরি করলেন ভামসি কৃষ্ণ (স্ক্রিনগ্র্যাব)

Vamshhi Krrishna Six Sixes in an over CK Nayudu trophy: নিজের ভিতরের যুবরাজ সিংকে বের করে আনলেন অন্ধ্রপ্রদেশের ভামসি কৃষ্ণ। কাদাপায় সিকে নাইডু ট্রফিতে রেলওয়ে স্পিনার দামানদীপ সিংয়ের একই ওভারে হাঁকালেন ছয় ছক্কা। ঝড়ের গতিতে ব্যাট করে তুললেন ৬৪ বলে ১১০। রানের সুনামিতে তাঁর ব্যাট থেকে বেরোল ১০ ছক্কা এবং ৯ বাউন্ডারি।

Advertisment

রবিবারের বিস্ফোরক সেই ইনিংস ঘটল অন্ধ্রপ্রদেশের প্ৰথম ইনিংস চলাকালীন। রেলওয়ে প্ৰথমে ব্যাট করতে নেমে সুবিশাল ৮৬৫/৯ তুলেছিল। রেলওয়েজের হয়ে দ্বিশতরান করে যান অংশ যাদব এবং রবি সিং। শতরান করেছিলেন অঞ্চিত যাদব-ও। এর জবাবে ভামসির বিস্ফোরক ইনিংসের সুবাদে অন্ধ্রপ্রদেশ তুলল ৩৭৮ রান।

আর ভামসির সেই ইনিংসের সূত্রপাত হয়েছিল ছক্কার ঝড়ে। দামানদীপের ওভারের প্ৰথম বলেই ভামসি স্লগ সুইপে ছক্কা হাঁকান। পরের বল উড়ে যায় বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির বাইরে। তৃতীয় বলের পরিণতিও হয়েছিল একইভাবে। মিড উইকেট দিয়ে বল আছড়ে পড়ে মাঠের বাইরে।

আরও পড়ুন: এই বিদেশি তরুণীর হৃদয়েই জমা যশস্বীর ভালোবাসা! তিন বছরের লুকোনো সম্পর্ক হঠাৎ ফাঁস

চতুর্থ বল সরাসরি উড়ে যায় ব্যাটের সঙ্গে সংস্পর্শ হতেই। পঞ্চম বলের পরিণতি হয় ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারির বাইরে। ওভারের শেষ বল ব্যাকফুটে পুল হাঁকান ভামসি। মিড উইকেট দিয়ে ছক্কায় শেষ হয় ওভার।

ভারতের ঘরোয়া ক্রিকেটে এই কীর্তি অবশ্য নতুন কিছু নয়। রবি শাস্ত্রী রঞ্জি ট্রফিতে ১৯৮৫-তে বরোদার বিপক্ষে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন স্পিনার তিলক রাজের ওভারে। সেই ম্যাচে শতরান-ও করেন সেই সময়ের ফ্ল্যামবয়েন্ট তারকা।

২০২২-এ রুতুরাজ গায়কোয়াড বিজয় হাজারে ট্রফিতে আবার একধাপ এগিয়ে নিয়ে যান এই রেকর্ড। এক ওভারে সাত ছক্কা হাঁকান সিএসকেতে খেলা তারকা। রুতুরাজের বিস্ফোরক ইনিংস এসেছিল মহারাষ্ট্রের জার্সিতে। উত্তর প্রদেশের বাঁ হাতি তারকা শিবা সিংয়ের সেই ওভারে তুলেছিলেন ৪৩ রান।

cricket Ranji Trophy Cricket News
Advertisment