অ্যাসেজে স্টিভ স্মিথের কনকাশন কাণ্ডের পরে এবার মাথায় চোট লাগল আন্দ্রে রাসেলের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং করার সময় সজোরে মাথায় আঘাত লাগার পরে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে ছুটতে হল তারকা ক্রিকেটারকে। ১৪তম ওভারের ঘটনা। সেই সময় সাবাইনা পার্কে জামাইকা তালাহওয়াসের জার্সিতে ব্যাটিং করছিলেন কেকেআরের তারকা। ক্রিজে সদ্য নেমেছিলেন রাসেল।
জৌকসের দক্ষিণ আফ্রিকার পেসার হার্ডাস ভিলোজেনের শর্ট বলে পুল মারতে গিয়েছিলেন রাসেল। তবে ব্যাটে বলে সংযোগ হয়নি। সরাসরি কানের নিচে আছড়ে পড়ে বল। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রাসেল। জৌকস দলের ফিল্ডাররা ছুটে এসে রাসেলের হেলমেট খুলতে সাহায্য করেন। তারপরে মেডিকেল টিমও ছুটে আসে। তখন অবশ্য রাসেল উঠে দাঁড়াতে সক্ষম হন।
রিটায়ার্ড হার্ট হওয়ার আগে রাসেল ধীরে ধীরে মাঠ ছেড়ে নিজে হেঁটেই বেরিয়ে আসেন। তবে সাজঘর পর্যন্ত পুরোপুরি হেঁটে যেতে পারেননি তিনি। স্ট্রেচারের সাহায্যে পৌঁছতে হয় ড্রেসিংরুমে। স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময়ে রাসেলের ঘাড়ে স্ট্র্যাপ লাগিয়ে দেওয়া হয়।
হাসপাতালে সিটি স্ক্যান করা হয়েছে তারকা অলরাউন্ডারের। তবে সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট বিষয়ে এখনই কিছু জানা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ কোচ ডনোভান মিলার বলেন, এখনও কোনও আপডেট এসে পৌঁছয় নি দলের কাছে। তারকা অলরাউন্ডারের চোটে আপাতত প্রার্থনা ক্রিকেট বিশ্বের।
Read the full article in ENGLISH