Advertisment

IPL 2019: সোশাল মাতল রাসেল বন্দনায়

সোশাল মিডিয়া থেকে মাইক্রোব্লগিং সাইটে এখন শুধুই রাসেল বিরাজ করছেন। কেকেআরের মালিক শাহরুখ খান বলছেন. রাসেলকে তিনি ওয়াইন সার্ভ করতে চান।

author-image
IE Bangla Web Desk
New Update
‘Andre Russell has to be the scariest in world cricket’

সোশাল মাতল রাসেল বন্দনায় (ছবি-বিসিসিআই/আইপিএল)

শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখল আন্দ্রে রাসেল ঝড়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্য়াচ দেখতে দেখতে অনেকেই ভেবেছিলেন, সম্ভবত এই মরসুমে প্রথম জয় দেখতে চলেছে বিরাট কোহলির টিম। ১৫৩ রানে পাঁচ উইকেট হারানো দলটা ২০৫ রান তাড়া করে যে, জিততে পারবে এমনটাই ভাবতে পারেননি অনেক ক্রিকেট বোদ্ধাও।

Advertisment

কলকাতার জয়ের জন্য় শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৬৬ রান। কিন্ত এই একটা মানুষই যে, সব হিসবে বদলে দিতে পারেন তার আন্দাজ করাটা সম্ভব হয়ে ওঠেনি অনেকের পক্ষেই। রাসেল ২৭ মিনিটের ধ্বংসলীলা চালালেন বেঙ্গালুরুর মাঠে। ১৩ বল খেলে করলেন ৪৮ রান। সাতটা ছয় আর একটা চারে সাজালেন নিজের ইনিংস। শেষ করে দিলেন একা হাতেই। কেকেআর পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্য়াচটা জিতে নিল।

আরও পড়ুন: RCB vs KKR Highlights: রাসেল-মাসলে কোহলিরা কাত!

 

সোশাল মিডিয়া থেকে মাইক্রোব্লগিং সাইটে এখন শুধুই রাসেল বিরাজ করছেন। কেকেআরের মালিক শাহরুখ খান বলছেন. রাসেলকে তিনি ওয়াইন সার্ভ করতে চান। কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা জানাচ্ছেন, ২০১৯ বিশ্বকাপে রাসেল আর আরও ১০ জন যাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ খেলতে। ভারতের প্রাক্তন মারকুটে শেহওয়াগের মন্তব্য়, যে কোনও আস্কিং রেটই রাসেলের কাছে বাচ্চাদের খেলার মতো। এই প্রতিবেদনে রইল টুইটারের বাছাই করা কিছু প্রতিক্রিয়াা।

Royal Challengers Bangalore Virat Kohli Andre Russell Kolkata Knight Riders
Advertisment