Advertisment

নিলামের আগেই জ্যাকপট রাসেলের! পেয়ে গেলেন নতুন দল

কিছুদিন আগেই আবুধাবি টি১০ লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে চ্যাম্পিয়ন করেছেন রাসেল। এবার তিনি যোগ দিচ্ছেন বিগব্যাশ লিগে।

author-image
IE Bangla Sports Desk
New Update
নাইটদের প্ৰথম ১১-য় চার বিদেশি কারা! কে খেললে কে বসবেন! জানুন হিসাব নিকেশ

আইপিএল শুরুর আগেই এবার মেগা নিলাম হবে। সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের ঘর নতুন করে গুছিয়ে নিতে পারবে। বোর্ডের তরফে এখনও নিলামের দিনক্ষণ সরকারিভাবে জানানো হয়নি। ১০ দলই নিজেদের ঘর গোছানোর জন্য কোটি কোটি টাকা খরচ করবেন।

Advertisment

তবে এর মধ্যেই বড় খবর, কেকেআরের রিটেন করা আন্দ্রে রাসেল যোগ দিচ্ছেন বিগব্যাশ লিগের মেলবোর্ন স্টারস দলে। বুধবার বিবিএল ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়, চলতি সংস্করণে ওয়েস্ট ইন্ডিয়ান তারকাকে তাঁরা সই করালো। লিগে পাঁচ ম্যাচে খেলবেন রাসেল।

আরও পড়ুন: KKR রিলিজ করার পরে নিলামে বাতিলের পথে তারকা! ‘বুড়ো ঘোড়া’-কে কেউই চাইছে না

জো ক্লার্ক, হ্যারিস রউফ, সৈয়দ ফরিদুনের পরে চতুর্থ বিদেশি হিসাবে মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তিনি। আগামী শুক্রবার রাসেল মেলবোর্নের জার্সিতে প্ৰথম ম্যাচেই নামবেন বিবিএলে নিজের পুরোনো দল সিডনি থান্ডারের বিপক্ষে। এমসিজিতে সেই ম্যাচে রাসেল মাতিয়ে দেবেন, এমনটাই আশা করছেন স্টারস কোচ ডেভিড হাসি।

এর আগে রাসেল বিগব্যাশ লিগে ২০১৪-২০১৭ মরশুমে অংশ নিয়েছিলেন। থান্ডারের জার্সিতে তিন মরশুমে ১৮ ম্যাচ খেলেন ক্যারিবীয় সুপারস্টার। তবে আইপিএলের মত আহামরি রেকর্ড নয় বিবিএলে। ১৭ ইনিংসে রাসেল ১৬৬.২৯ স্ট্রাইক রেটে রাসেল করেছেন মোট ২৬৬ রান। মোট ২১ বার মাঠের বাইরে বল পাঠিয়েছেন তারকা। বল হাতে রাসেল অবশ্য বেশ কার্যকরী ভূমিকা নিয়েছেন। ৭.৯৭ ইকোনমি রেটে রাসেলের নামের পাশে ২৩ উইকেট।

আপাতত সিডনি পৌঁছে রাসেল কোয়ারেন্টিন পর্ব সারছেন। কয়েকদিন আগেই আবুধাবি টি১০ লিগে রাসেল মাতিয়ে দিয়েছিলেন। ফাইনালে দিল্লি বুলসের বিরুদ্ধে ব্যাট হাতে বিস্ফোরণ হয়ে করেছিলেন ৩২ বলে ৯০ রান। ডেকান গ্ল্যাডিয়েটর্সকে।চ্যাম্পিয়ন করে সোজা উড়ে।এসেছেন অস্ট্রেলিয়ায়। তিনিই ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ।

আইপিএলের নিলামে অবশ্য রাসেলকে দেখা যাবে না। নিলামের কেকেআর ফার্স্ট চয়েস হিসাবে রিটেন করেছে তারকাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Andre Russell Cricket News
Advertisment