/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Russell.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলছিল খুলনা টাইগার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকার। সেই ম্যাচেই অদ্ভুতভাবে রান আউটের শিকার হলেন আন্দ্রে রাসেল।
ম্যাচের ১৫তম ওভারের ঘটনা। সেই সময় ফিল্ডারের সরাসরি থ্রো আছড়ে পড়ে ব্যাটিং প্রান্তের স্ট্যাম্পে। তারপরে রিডায়রেক্ট হয়ে সেই বল আবার নন স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্পও নাড়িয়ে দেয়। এতেই শেষ হয়ে যায় রাসেলের ইনিংস।
আরও পড়ুন: পন্থের ওপর রাগে ফাটলেন ক্যাপ্টেন রাহুল! ভুল বোঝাবুঝিতেও শেষমেশ রেহাই, দেখুন ভিডিও
১৫ তম ওভারে বল করছিলেন থিসারা পেরেরা। সেই ওভারের শেষ বলে রাসেল থার্ড ম্যানে বল পাঠিয়ে রান নেওয়ার চেষ্টা করেন। নন স্ট্রাইকিং এন্ড থেকে দৌড়ে সময় মত ক্রিজে পৌঁছে যান মাহমুদউল্লাহ। তারপরে বল এসে উইকেটে লাগে। এরপরেই সেই বল দিক বদল করে আচমকা নন স্ট্রাইকিং এন্ডের উইকেটে এসে লাগে। দিকভ্রষ্ট হওয়া বলের কারিকুরির আগে তখনও ক্রিজে পৌঁছতে পারেননি রাসেল। তাই তাঁকে রান আউট হয়ে ফিরতে হয়।
Meanwhile in BPL pic.twitter.com/lzDpyF9mMy
— Chaitanya (@chaitu_20_) January 21, 2022
ঢাকা প্লাটুন প্ৰথমে ব্যাট করে খুলনা টাইগার্সের সামনে ১৮৪ রানের টার্গেট রেখেছিল। দারুণ শুরু করেছিল ঢাকা। ওপেনারদের ঝলকানির পরে ডেথ ওভারে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ দারুণভাবে দলকে ১৮৩ পর্যন্ত টেনে দেন।
তবে গোটা ম্যাচের হাইলাইট আপাতত রাসেলের অদ্ভুত রান আউট। যা স্মরণাতীতকালে ক্রিকেট বিশ্ব দেখেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us