আইপিএল জানে আন্দ্রে রাসেল কী করতে পারেন! সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধেও সেরকমই একটা রাসেলচিত ইনিংস দেখা গেল। ১২ বলে হাফ ডজন ছক্কা হাঁকিয়ে করলেন ৪১ রান। কলকাতার ২০০ রান তোলার পিছনে বড় অবদান রাখলেন তিনি। এরকম ঝোড়ো ইনিংসের সুবাদে রাসেলের হাতে উঠল ‘সুপার স্ট্রাইকার’-এর পুরস্কার।
পুরস্কার হাতে নিয়ে রাসেল যা করলেন তা দেখে অনেকেই তাজ্জব বনে গেলেন। পুরস্কারটা অনেকটা খেলনা গাড়ির মতো দেখতে। আর সেটা হাতে পেয়ে রাসেল ঠিক যেন শিশু হয়ে খেলেন। মনেই হবে না যে, এই ক্যারিবিয়ান এরকম বিধ্বংসী মেজাজেই মাঠে ধরা দেন। বাচ্চারা যেভাবে খেলনা গাড়ি চালায় ঠিক সেভাবেই রাসেলও গাড়ি চালালেন। আবার গুনগুন করে মার্কিনি র্যাপার ক্যামিলিওনেয়ারের গান ‘দে সি মি রোলিং, দে হেটিং’ গাইলেন। কেকেআর-এর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করা হয়েছে।
???? They see me rollin', they hatin' ????
How would you define @Russell12A blistering knock in one word?????#KKRvDD #IPL2018 #KKRHaiTaiyaar pic.twitter.com/CjVirJ3bbP
— KolkataKnightRiders (@KKRiders) April 16, 2018
রাসেলও বাকি আর পাঁচজন ক্যারিবিয়ান ক্রিকেটারদের মতোই। বাইশ গজের দানবীয় অবতারের সঙ্গে মাঠের বাইরের মানুষটাকে মেলানো যায় না। মাঠে রাসেল যেরকম বিধ্বংসী। মাঠের বাইরে অত্যন্ত ভদ্র ও নম্র প্রকৃতির একজন মানুষ। এজন্যই তিনি হয়তো ক্রিকেটের ‘সিরিয়াস শোস্টপার’!
এদিন ইডেনে টস হেরে ব্যাট করতে নেমেছিল দীনেশ কার্তিকের কলকাতা। ব্যাটসম্যানদের ( ক্রিস লিন-৩১, রবিন উথাপ্পা-৩৫, নীতিশ রানা-৫৯ ও আন্দ্রে রাসেল-৪১) ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুবাদে কেকেআর নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছিল।জবাবে গৌতম গম্ভীররা পাঁচ ওভার চার বল বাকি থাকতে ম্যাচ হেরে যায়। এদিন সুনীল নারিন ও কুলদীপ যাদবের জোড়া ফলা সামলাতে হিমশিম খেল দিল্লি। দুজনেই তিনটি করে উইকেট পেলেন। দিল্লির হয়ে ক্রিজে কিছুক্ষণ থাকলেন ঋষভ পন্থ (৪৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (৪৭)। ১২৯ রানে শেষ হয়ে গেল দিল্লির ইনিংস।৭১ রানে জিতে যায় নাইটরা।
এক ঝলকে রাসেলের আইপিএল প্রোফাইল
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে ডোয়েন রাসেল
জন্ম ২৯ এপ্রিল, ১৯৮৮, জামাইকা
বয়স ২৯ বছর
টিমে ভূমিকা অলরাউন্ডার
ব্য়াটিং স্টাইল বাঁ-হাতি
বোলিং স্টাইল ফাস্ট
আইপিএল অভিষেক ২০১২
প্রথম দল দিল্লি ডেয়ারডেভিলস ( ২০১২-১৩ মরশুম)
২০১৪ থেকে কেকেআর-এর জার্সিতেই খেলছেন।
আইপিএল-এ ৩৪ ম্যাচে ৫৭৪ রান করেছেন। সর্বোচ্চ ৬৬ রান। উইকেট নিয়েছেন ৩১টি।
২০১৬-তে কেকেআর-এর হয়ে সর্বাধিক ১৫টি উইকেট নেন।
পুরো নাম আন্দ্রে ডোয়েন রাসেল, আন্দ্রে রাসেল নামেই বাইশ গজে পরিচিত এই জামাইকান অলরাউন্ডার। সম্প্রতি ক্যারিবিয়ান ঘরানায় রাসেলেই সেরা ইউটিলিটি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা শক্তিশালী স্ট্রাইকারও তিনি। ২০১৪ থেকেই শাহরুখ খানের টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাসেল। এবছরও রাসেলকে ধরে রেখেছে কেকেআর।
হার্ডহিটার রাসেল গত মরশুমে আইপিএল খেলতে পারেননি। ডোপের দায়ে ক্রিকেট থেকে একটা বছর নির্বাসিত ছিলেন তিনি। ফের আইপিএল-এ প্রত্য়াবর্তন করছেন রাসেল। ২০১৫ ও ২০১৬ মরশুমে নাইটদের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন। ব্যাটে আগুন জ্বালিয়েই বল হাতে বিষ উগড়ে দিয়েছেন তিনি। এবারও তাঁর থেকে সেরাটার প্রত্যাশায় কেকেআর-এর ফ্যানেরা। কলকাতার ফ্র্য়াঞ্চাইজিতে রাসেল এখনও পর্যন্ত ২৭টি ম্য়াচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫১৬ রান। ৩০টি উইকেট নিয়েছেন তিনি। ১৭৩.৪১-এর দুরন্ত স্ট্রাইক রেট তাঁর।