Andre Russell Retirement: আচমকা ভয়ঙ্কর খবর, তোলপাড় ক্রিকেট বিশ্ব! শোকস্তব্ধ সকলে

Andre Russell Retirement: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আগামী দুটো টি-২০ ম্য়াচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ৫ ম্য়াচের টি-২০ সিরিজের জন্য ক্যারিবিয়ান দলে সুযোগ পেয়েছেন।

Andre Russell Retirement: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আগামী দুটো টি-২০ ম্য়াচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ৫ ম্য়াচের টি-২০ সিরিজের জন্য ক্যারিবিয়ান দলে সুযোগ পেয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Andre Russell

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন আন্দ্রে রাসেল

Andre Russell: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের (West Indies Cricket Team) তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আগামী দুটো টি-২০ ম্য়াচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Cricketer Retirement) গ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ৫ ম্য়াচের টি-২০ সিরিজের জন্য ক্যারিবিয়ান দলে সুযোগ পেয়েছেন। জানা গিয়েছে, এই সিরিজের প্রথম দুটো ম্য়াচে খেলবেন রাসেল। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যবনিকা টানবেন।

Advertisment

প্রসঙ্গত, গত ৬ জুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেট দলের হয়ে তিনি এখনও পর্যন্ত একটি টেস্ট ম্য়াচ, ৫৬ ওয়ানডে এবং ৮৪ টি-২০ ম্য়াচ খেলেছেন। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বেশ কয়েকটি ম্য়াচে কার্যত একক দক্ষতায় স্মরণীয় জয় হাসিল করেছেন।

KKR Player Andre Russell: ১২ কোটির 'বোঝা'! পাঞ্জাবের কাছে লজ্জার হারে ভিলেন KKR-এর এই তারকা

অবসর গ্রহণ করবেন রাসেল

Advertisment

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিস্ফোরক অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। ইএসপিএন ক্রিকইনফোয় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত টি-২০ সিরিজে শেষবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে।

Andre Russell Record: রাজস্থানকে 'সেঁকে' দিলেন রাসেল, ভয়ঙ্কর রেকর্ডে কাঁপালেন আইপিএল

জামাইকায় আয়োজিত প্রথম দুটো টি-২০ ম্য়াচে খেলতে নামবেন আন্দ্রে রাসেল। অর্থাৎ ২২ জুলাই ক্যাঙারু দলের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এটাই রাসেলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্য়াচ হতে চলেছে। ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে জনপ্রিয় আন্দ্রে রাসেল।

Andre Russell Fan: রাসেলের নাম ধরে তুমুল চিৎকার, খুদে সমর্থকের ডাক শুনে কী করলেন KKR তারকা? দেখুন video

আন্দ্রে রাসেলের কেরিয়ার

২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন আন্দ্রে রাসেল। এরপর তিনি ক্যারিবিয়ান ক্রিকেট দলের হয়ে মোট একটি টেস্ট ম্য়াচ, ৫৬ ওয়ানডে এবং ৮৪ টি-২০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে টি-২০ ক্রিকেটের ৭৩ ইনিংসে তিনি ১৬৩-র স্ট্রাইক রেটে মোট ১,০৭৮ রান করেন। এর পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটে রাসেলের ব্যাট থেকে ১,০৩৪ রান বেরিয়ে এসেছে। বল হাতে তিনটে ফরম্য়াটে মিলিয়ে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার মোট ১৩২ উইকেট শিকার করেন।

Cricketer Retirement West Indies Cricket Team Andre Russell