জে লিগে প্রথম গোলের স্বাদ পেলেন ইনিয়েস্তা

১৬ বছর বার্সেলোনায় কাটিয়ে সদ্যই জাপানে এসেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরোপিয়ান ফুটবলের মায়া ত্যাগ করে এখন তিনি খেলেন জে লিগ। জাপানে এই প্রথম গোলের স্বাদ পেলেন মাঝমাঠের মায়েস্ত্রো’।

১৬ বছর বার্সেলোনায় কাটিয়ে সদ্যই জাপানে এসেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরোপিয়ান ফুটবলের মায়া ত্যাগ করে এখন তিনি খেলেন জে লিগ। জাপানে এই প্রথম গোলের স্বাদ পেলেন মাঝমাঠের মায়েস্ত্রো’।

author-image
IE Bangla Web Desk
New Update
Andres Iniesta

জাপানে প্রথম গোলের স্বাদ পেলেন ইনিয়েস্তা

১৬ বছর বার্সেলোনায় কাটিয়ে সদ্যই জাপানে এসেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরোপিয়ান লিগের মায়া ত্যাগ করে এখন তিনি খেলেন জাপানের ভিসেল কোবের হয়ে খেলেন জে লিগ। জাপানে এই প্রথম গোলের স্বাদ পেলেন মাঝমাঠের মায়েস্ত্রো’। শনিবার ভিসেল কোব ২-১ হারিয়েছে জুবিলো ইওয়াতাকে। আর এই ম্যাচেই দুর্দান্ত গোল করে নিজের জাত চেনালেন ইনিয়েস্তা। ভিসেল কোবের হয়ে এটাই ইনিয়েস্তার প্রথম গোল।

Advertisment

এই ম্যাচে আর্সেনালের প্রাক্তন জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কির পাস থেকে গোল করেন ইনিয়েস্তা। ডি-বক্সে বাড়ানো পাস ধরে দুর্দান্ত ডজে ডিফেন্ডারকে কাটিয়ে বুলেট শটে গোল করে বেরিয়ে যান ইনিয়েস্তা। ম্যাচের ১৬ মিনিটে ইনিয়েস্তার গোলেই এগিয়ে যায় তাঁর ক্লাব। ভিসেল কোবের হয়ে দ্বিতীয় গোলটি করেন কিওগো ফুরুহাশি।

Advertisment

এই জয়ের সৌজন্যে লিগ তালিকায় চার নম্বরে উঠে আসল ভিসেল কোব। তালিকায় শীর্ষে রয়েছে হিরোশিমা স্যানফ্রিস। যারা নাগাসাকিকে হারিয়ে দু’নম্বরে থাকা টোকিও এফসি-র থেক আট পয়েন্টে এগিয়ে গেছে। ইনিয়েস্তার প্রাক্তন স্প্যানিশ সতীর্থ ফার্নান্দো তোরেস খেলছেন এই জে লিগেই। সাগান তোসুর জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। কিন্তু এখনও গোলের দেখা পাননি তিনি। যদিও তাঁর দল অবনমন বাঁচানোর লড়াইয়ে উরাওয়া রেড ডায়মন্ডসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে।