টি২০ বিশ্বকাপের পরেই মেয়াদ শেষ হচ্ছে হেড কোচ রবি শাস্ত্রীর। শাস্ত্রীর উত্তরসূরি বাছাইয়ের ক্ষেত্রে এখন থেকেই তৎপর হয়েছে বোর্ড। কিছুদিন আগেই জানা গিয়েছিল, বোর্ড হেড কোচ হিসেবে প্রত্যাবর্তন করাতে চায় অনিল কুম্বলেকে। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী, জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন কুম্বলে নিজেই।
বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কুম্বলে জাতীয় দলের কোচিং চালিয়ে যান। তখন কুম্বলে পদত্যাগ করে বসেছিলেন। সৌরভ নাকি এবারেও চেয়েছিলেন শাস্ত্রীর পরে ফের একবার জাতীয় দলে কোচিংয়ের ব্যাটন তুলে নিন তাঁর সতীর্থ। তবে সাম্প্রতিক এক সর্বভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে, সৌরভ বাদে বোর্ডের অন্যান্য কর্তারা যেমন কুম্বলেকে ফেরাতে আগ্রহী নন, তেমন কুম্বলে নিজেও নাকি ইচ্ছুক নন প্রত্যাবর্তনে।
আরও পড়ুন: মর্গ্যানের ফুঁসে ওঠা ঠিক কারণেই! অশ্বিনকে তুলোধোনা করে ভয়ঙ্কর অভিযোগ ওয়ার্নের
সংবাদসংস্থাকে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "সৌরভ বাদে বাকি বোর্ডের সদস্যরা যেমন কুম্বলেকে ফেরাতে চান না, তেমনই অনিচ্ছুক কুম্বলে নিজেও। বোর্ড এই মুহূর্তে একজন বিদেশি কোচের সন্ধানে রয়েছে। কারণ কুম্বকে মনে করছেন, কোহলি সহ জাতীয় দলের বাকিদের ফের কোচিং করাতে হবে। নতুন কিছু নয়। তাহলে উনি কেন ফিরবেন? সবথেকে বড় কথা, সৌরভ কুম্বলের নাম সুপারিশ করলেও বোর্ডের বাকিরা এতে সম্মত হননি।"
কেন সৌরভ বাদে বোর্ডের বাকিরা কুম্বলেকে কোচ হিসেবে চাইছেন না? বলা হচ্ছে, কোচিংয়ে কুম্বলের ট্র্যাক রেকর্ড মোটেই প্রভাবিত করার মত কিছু নয়। বর্তমানে পাঞ্জাব কিংসের অন্যতম কোচ তিনি। একবারও নিজের ফ্র্যাঞ্চাইজিকে প্লে অফেও তুলতে পারেননি।
আরও পড়ুন: ফার্গুসনের বল আছড়ে পড়ল স্মিথের গোপনাঙ্গে! KKR ম্যাচে যন্ত্রণায় কাতরালেন তারকা, দেখুন ভিডিও
বোর্ডের সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, "ভিভিএস লক্ষ্মণও কোচ হবেন না। এখনও একমাস বাকি রয়েছে। দেখা যাক, কী হতে পারে! তাছাড়া কুম্বলের কোচ হিসেবে রেকর্ডও আহামরি নয়। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে দেখলেই বোঝা যায়।"
কুম্বলের সঙ্গেই সম্ভাব্য কোচ হিসেবে নাম ভেসে উঠেছিল লক্ষ্মণের। তবে জানা গিয়েছে, লক্ষ্মণও কোচ হচ্ছেন না। সম্ভবত গ্যারি কার্স্টেনের পরে ফের একবার ভারতীয় ক্রিকেটে আগমন ঘটতে পারে বিদেশি কোচের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন