দেশের ৭২ তম স্বাধীনতা দিবসের রাতেই প্রয়াত হন প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াড়েকর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ৭৭ বছর বয়সে মুম্বইয়ের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওয়াড়েকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটে।
BREAKING:
মারা গেলেন প্রাক্তন ক্রিকেটার অজিত ওয়াড়েকর pic.twitter.com/VtC5a5OIQM— IE Bangla (@ieBangla) August 15, 2018
#AjitWadekar sir .. such an iconic person..deeply saddened by his demise!! Sir was a father figure for me.. May his soul rest in peace! My Heartfelt Condolences to the family..@BCCI pic.twitter.com/xLMb2i82B2
— Mohammed Azharuddin (@azharflicks) August 15, 2018
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন কোহলি
Deeply saddened by the passing away of #AjitWadekar He was more than a coach to the entire team - a father figure and a shrewd tactician. My heartfelt condolences to his family and loved ones. He will be missed. Thank you Sir for the confidence shown in my ability! ????
— Anil Kumble (@anilkumble1074) August 16, 2018
টুইটারে ওয়াড়েকরের স্মৃতিচারণা করলেন অনিল কুম্বলে থেকে মহম্মদ আজহারউদ্দিন, সচীন তেন্ডুলকর থেকে সঞ্জয় মঞ্জরেকর। আজহারউদ্দিন ও কুম্বলে বলছেন, তাঁদের কাছে ওয়াডড়েকর ছিলেন বাবার মতো। সচীন জানালেন যে, নয়ের দশকে ওয়াড়েকরের হাত ধরেই সেরাটা বেরিয়ে এসেছিল। তাঁর প্রভাব ছিল অনস্বীকার্য।
Deeply saddened to hear about the demise of Ajit Wadekar Sir. He was someone who was instrumental in bringing out the best in us during the 90s. We’ll always be grateful for his advice and guidance. Praying for strength for his family during this difficult time. ???? RIP pic.twitter.com/coSyac73ot
— Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2018
Ajit Wadekar’s impact on Indian cricket is immense. His contemporaries worshipped him, such was his aura. Found him to be a tough character as coach. Exceptional Indian cricketer... RIP Sir.????
Recorded this on my iPhone last Dec from Point in a friendly fixture. So glad I did. pic.twitter.com/XbdFGn4Izp— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) August 15, 2018
১৯৫৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি। ১৯৬৬-৭৪ পর্যন্ত দেশের হয়ে খেলছিলেন ওয়াড়েকর। তিন নম্বরে ব্যাট করতেন তিনি। ভারতের অন্যতম সেরা স্লিপ ফিল্ডারদের একজন ছিলেন। ওয়াড়েকরের ক্যাপ্টেন্সিতে ভারত প্রথমবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। ১৯৬৭ সালে অর্জুন পুরস্কার ও ১৯৭২ সালে পদ্মশ্রীতে ভূষিত হন তিনি। ক্রিকেট ছাড়ার পর কোচ হিসেবেও তাঁকে পাওয়া গিয়েছিল। নির্বাচক কমিটিতে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছিলেন।