প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। ফুসফুসে সংক্রমণজনিত কারণে শেষ সপ্তাহখানেক তিনি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রাত ৩:১০ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন অঞ্জনবাবু।

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। ফুসফুসে সংক্রমণজনিত কারণে শেষ সপ্তাহখানেক তিনি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রাত ৩:১০ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন অঞ্জনবাবু।

author-image
IE Bangla Web Desk
New Update
mohunbagan ex secretary anjan mitra passed away

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। ফুসফুসে সংক্রমণজনিত কারণে শেষ সপ্তাহখানেক তিনি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রাত ৩:১০ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন অঞ্জনবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের প্রশাসনের সঙ্গে ছিলেন তিনি।

Advertisment

১৯৯৫ সালে ক্লাব প্রশাসনে এসেছিলেন অঞ্জনবাবু। অর্থসচিব হিসাবে তাঁর পথ চলা শুরু হয়। এরপর থেকে বাগানের সচিব হিসাবেই তিনি সুনামের সঙ্গে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে সচিব পদ সামলান। ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনবাগানের প্রশাসনিক পদ থেকে সরে আসেন। ক্লাবের উন্নয়ন ও আধুনিকীকরণেও অঞ্জনবাবুর ভূমিকা ছিল অপরিসীম।

আরও পড়ুন-লজ্জা! গোষ্ঠ পালের অমূল্য পদক ‘হারিয়েছে’ মোহনবাগান!

Advertisment

গত ক্লাব নির্বাচনে আলাদা প্যানেল গড়ে টুটু গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছিলেন অঞ্জনবাবু। যদিও সচিব পদ থেকে শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেন। ক্লাবের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসুস্থ শরীরে বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাতেন তিনি।

আরও পড়ুন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে টুটু, দেখে নিন আগামী তিন বছর কোন পদে কে থাকছেন!

শুক্রবার সকালে অঞ্জনবাবুর দেহ হাসপাতাল থেকে ট্য়াংরায় তাঁর বাসভবনে নিয়ে আসা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাবে। দুপুর ১২টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত সেখানে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁকে। এরপর বিকালে ৩টে ৩০ মিনিটে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য় সম্পন্ন হবে। অঞ্জন মিত্রর প্রয়াণে মোহনবাগানের ক্লাবের এক অধ্য়ায় শেষ হল। এদিন সকালে ক্লাবে প্র্যাকটিসও বন্ধ রাখা হয়।

Mohun Bagan