Advertisment

পুরনো সংসারে ফিরলেন হাবাস, এটিকেতে ফের শুরু স্প্যানিশ-রাজ

ইংলিশ রণকৌশল দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ। তাই ফেকর একবার এটিকের দায়িত্বে অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিন মরশুম পরে এটিকেতে ফিরছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Antonio Lopez Habas

তিন বছর পরে পুরনো সংসারে ফিরলেন হাবাস (ফেসবুক)

সেই চেনা স্প্যানিশ ছকেই ফিরল এটিকে। ইংরেজ স্ট্র্যাটেজি ব্যর্থ হওয়ার পরে আইএসএল-এ এটিকে-র প্রথম কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকেই ফিরিয়ে আনল অ্যাটলেটিকো দি কলকাতা কর্তৃপক্ষ। প্রথম দু-মরশুমে ক্লাবের কোচ থাকার পরে হোসে মোলিনাকে দায়িত্বে আনা হয়েছিল। যিনি আপাতত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিরেক্টর। তারপর টেডি শেরিংহ্যামের পরে গতবারেই কোচ হয়েছিলেন স্টিভ কপেল।

Advertisment

আরও পড়ুন

???? GUESS WHO'S BACK??!!!

#AamarBukeyATK #BanglaBrigade pic.twitter.com/5EH2vTX0cQ

— ATK (@ATKFC) May 2, 2019

">শতবর্ষের আগেই কী ‘গোল্ডেন হ্যান্ডশেক’ ইস্টবেঙ্গল-কোয়েসের, জল্পনা তুঙ্গে

প্রথমবার দায়িত্ব পেয়েই এটিকে-কে চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস। তার পরের মরশুমে প্লে অফে তুলেছিলেন। পুরনো সংসারে ফিরে হাবাস জানিয়ে দিয়েছেন, "এটিকের হেড কোচ হতে পারায় ভীষণভাবে আমি গর্বিত। সবসময়েই ভেবে এসেছি, কবে আবার এটিকের জার্সিতে অনুশীলন করাতে পারব। সমর্থকরা পাশে থাকলে, ক্লাবকে সাফল্য এনে দিতে আমরা প্রস্তুত। এটিকে-কে ধন্যবাদ আমাকে পুনরায় দায়িত্বে নিয়ে আসার জন্য।"

হাবাসকে পুনরায় কোচিংয়ের হট সিটে বসানোর পরে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, "এটিকে পরিবারে হাবাসকে স্বাগত। নিশ্চিত হাবাস পুনরায় দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে পারবেন।"

Spain ATK
Advertisment