/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/WFI.jpg)
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া কুস্তিগিরদের প্রতিবাদে নতুন মোড়। শর্তসাপেক্ষ প্রতিবাদ স্থগিতে রাজি হয়েছেন কুস্তিগিররা। তাঁরা শর্ত দিয়েছেন দাবি পূরণ হচ্ছে কি না, দেখার জন্য তাঁরা ১৫ জুন পর্যন্ত অপেক্ষা করছেন। এই সময়ের মধ্যে তাঁরা বিক্ষোভ দেখাবেন না। বুধবার এনিয়ে দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে প্রতিবাদী কুস্তিগিরদের দীর্ঘ বৈঠক হয়। অনুরাগ ঠাকুরের বাসভবনে এই বৈঠক হয়েছে। সকাল ১১টায় বৈঠক শুরু হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের মত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেরা কুস্তিগিররা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কুস্তিগিররা ঘোষণা করেন যে তাঁরা ১৫ জুন পর্যন্ত প্রতিবাদ বন্ধ করতে রাজি হয়েছেন।
বজরং পুনিয়া সংবাদমাধ্যমকে বলেন, 'সরকার আমাদের আশ্বাস দিয়েছে যে ১৫ জুনের আগে পুলিশ তদন্ত শেষ করবে। আমরা অনুরোধ করেছি যে কুস্তিগিরদের বিরুদ্ধে সমস্ত এফআইআর ফিরিয়ে নেওয়া হোক। তাতে তিনি (অনুরাগ ঠাকুর) সম্মত হয়েছেন। যদি ১৫ জুনের মধ্যে কোনও পদক্ষেপ না-নেওয়া হয়, তবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।' প্রতিবাদী কুস্তিগিরদের অন্যতম বিশিষ্ট মুখ ভিনেশ ফোগত অবশ্য তাঁর পূর্বনির্ধারিত 'পঞ্চায়েতে' যোগদানের কথা থাকায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বাড়িতে যাননি। তিনি হরিয়ানায় তাঁর গ্রাম বালালির সভায় উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, 'আমি কুস্তিগিরদের সঙ্গে দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক করেছি। আমি তাঁদের আশ্বস্ত করেছি যে ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে এবং চার্জশিট জমা দেওয়া হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন করা হবে।'
#WrestlersProtests
Sports Minister Anurag Thakur: "I had a long six-hour discussion with the wrestlers. We have assured them that the probe will be completed by 15th June and chargesheets will be submitted. The WFI election will be done by 30th June."
🎥: @AndrewAmsanpic.twitter.com/Vm0k1iOK20— Express Sports (@IExpressSports) June 7, 2023
এর আগে, গত মঙ্গলবার মধ্যরাতে অনুরাগ ঠাকুর তাঁর টুইটারে কুস্তিগিরদের একটি বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, 'সরকার কুস্তিগিরদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। আমি আবারও এই জন্য কুস্তিগিরদের আমন্ত্রণ জানিয়েছি।'
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে প্রতিবাদী কুস্তিগিরদের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। তার চার দিন পর কুস্তিগিররা তাঁদের প্রতিবাদ স্থগিত রাখার কথা জানালেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ এনে গ্রেফতারের দাবিতে কুস্তিগিররা গত ২৩ এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে সিং এবং জাতীয় ফেডারেশনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ শুরু করেছিল।
আরও পড়ুন- লক্ষ্য লোকসভা, বিজেপির হয়ে সভা করবেন ব্রিজভূষণ, ঘোষণা করেছেন তারিখও
দিল্লি পুলিশ ২৮ এপ্রিল সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর নথিভুক্ত করেছে। যাতে পেশাদারি সুবিধা দেওয়ার পরিবর্তে যৌন সুবিধা চাওয়ার অভিযোগ করা হয়েছে। যৌন হয়রানির যে অভিযোগগুলো ব্রিজভূষণের বিরুদ্ধে উঠছে, তার মধ্যে ১০টি হল শরীরে অনুপযুক্ত স্পর্শের পর্ব। যেখানে স্তন এবং নাভি স্পর্শ করা, ধাওয়া করে ভয় দেখানোর অভিযোগও রয়েছে।