Advertisment

ঘোড়া চেপেই এশিয়া জয়! বালিগঞ্জের ছেলে চমকে দিল গোটা বিশ্বকে

কলকাতার মুকুটে বড়সড় পালক

author-image
Subhasish Hazra
New Update
dressage

ভারতের চ্যাম্পিয়ন ড্রেসেজ টিম (টুইটার)

দলগতভাবে আগেই সোনা জিতেছিলেন। এবার এশিয়ান গেমসে দেশের মুখ উজ্জ্বল করলেন বালিগঞ্জের অনুশ আগারওয়াল।

Advertisment

বৃহস্পতিবার ব্যক্তিগত ক্যাটাগরিতে অনুশ এবার ব্রোঞ্জ জিতলেন। মালয়েশিয়ার কোয়াবিল আম্বক সোনা জেতার পর রূপো গেল হংকংয়ের জ্যাকলিন সিউয়ের কাছে। ৭৩.০৩০ পয়েন্ট অর্জন করে অনুশ তৃতীয় হলেন।

কোয়ালিফাইং রাউন্ডে ভারতেরই হৃদয় বিপুল চেড্ডা শীর্ষস্থানে ছিলেন। মূল পর্বে তিনি দাঁড়াতেই পারেননি। এর আগে গত মঙ্গলবার চেড্ডা, দিব্যকৃতি সিং এবং সুদীপ্তি হাজেলার সঙ্গে দেশকে ৪১ বছর পর ড্রেসেজ দলকে সোনা এনে দেন।

জন্ম, বেড়ে ওঠা কলকাতায়। ১৭ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন জার্মানির শহর বোর্চনে। সেখানেই হর্স রাইডিংয়ের খুঁটিনাটি বিষয় আয়ত্ত করেছেন।

কলকাতায় ইকুয়েস্ট্রিয়ানের ভালো পরিকাঠামো নেই। অল্প বয়সেই তাই দিল্লির এক ক্লাবে যোগ দিয়েছিলেন। কলকাতা থেকে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করতে হত।

পরে বুঝে যান, কেরিয়ারকে 'কিক স্টার্ট' দিতে হলে বিদেশে পাড়ি দিতে হবে। সেই জন্যই শেষমেশ জার্মানি চলে যান ইউবার্ট স্মিথের কাছে প্রশিক্ষণ নিতে। তারপর থেকেই জার্মানির বোর্চেনের বাসিন্দা তিনি। গত বছর ডেনমার্কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। এবার এশিয়ান গেমসে তাঁর কাছে জোড়া পদক। সাফল্যের আরও সম্ভবনা উস্কে দিল এবারের হাংঝৌয়ের সোনালি অধ্যায়।

Asian Games Sports News Sports Others sports
Advertisment