বাংলাদেশের বিরুদ্ধে চলতি তিন ম্য়াচের টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। তাঁর পরিবর্তে ক্য়াপ্টেনসির ব্য়াটন এখন রোহিত শর্মার হাতে।
নিজের জন্মদিন উপলক্ষ্য়ে কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন হিমালয়ের কোলে। ধারাবাহিক ভাবে সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করছেন তাঁরা। বৃহস্পতিবারও এক জোড়া ফটো শেয়ার করলেন দেশের সবচেয়ে চর্চিত লাভবার্ড।
আরও পড়ুন-জন্মদিন বলে কথা, বিরাটের সঙ্গে ট্রেকিং ট্রিপে অনুষ্কা
When you get a chance to come close to the beauty of nature, thoughts cease and you become one with the moment and merge with the divine energy. So grateful ❤️???? pic.twitter.com/D9x6gzDFfj
— Virat Kohli (@imVkohli) November 7, 2019
কোহলি লিখলেন, “প্রাকৃতিক সৌন্দর্য্য়ের সাহচর্যে আসলে মানুষের ভাবনাচিন্তা বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তের সঙ্গে নৈর্ব্যক্তিক হয়ে যাওয়া যায়।” ভুটানে রয়েছেন বিরুষ্কা। কখনও ট্রেক করছেন তো কখনও পাহাড়ি পরিবারের সদস্য় হয়ে উঠছেন তিনি। ছোট্ট ব্রেক নিয়ে কোহলি ফের ফিরবেন জাতীয় দলের জার্সিতে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট টিমে জাতীয় দলের নেতৃত্বের ব্য়াটন উঠবে তাঁর হাতে।