/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/virat-anushka.jpg)
ভিডিওর স্ক্রিনশট
২১ দিনের লক ডাউন। গৃহবন্দি গোটা বিশ্ব। করোনার তান্ডবে নাভিশ্বাস পৃথিবীর। ঘরে বসেই এবার বিরাট-অনুষ্কা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে প্রচারে। গৃহবন্দি অবস্থায় মজার কাণ্ড ঘটিয়ে শিরোনামে বিরুষ্কা জুটি। বিরাটকে দারুন একটা হেয়ারস্টাইলও দিলেন স্ত্রী অনুষ্কা। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই হইচই।
কোয়ারণটাইন পর্ব কাটাচ্ছেন দুই সেলেব। আচমকা আইপিএল ও বন্ধ হয়ে গিয়েছে। তবে নামি পার্লারে এই মুহূর্তে বিরাট যেতে না পারলেও ট্রেন্ডি হেয়ার স্টাইলে খামতি নেই তাঁর। সৌজন্যে স্ত্রী অনুষ্কা। শনিবারই বলি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন।
View this post on InstagramMeanwhile, in quarantine.. ????????♂????????♀
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
আর বিরাটের চুল ছাঁটতে হাতে রান্না ঘরের দৈনন্দিন ব্যবহার্য কাঁচি ই তুলে নিলেন অনুষ্কা। বিরাট বললেন, "কোয়ারণটাইন তোমার কি করতে পারে, এটা উদাহরণ। আমরা এমন ঘটনা ঘটতে দি। রান্নাঘরের কাঁচি দিয়েই হেয়ারকাট করতে হলো। ধীরে ধীরে কিভাবে ম্লান হয়ে গেল দেখলেন? আমার স্ত্রী দারুন হেয়ারকাট করে দিলো আমার।" অনুষ্কা নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লিখলেন, "কোয়ারণটাইন..."
গৃহবন্দি থাকাকালীন বিরুষ্কা জুটি অবশ্য এই প্রথমবার একসঙ্গে দেখা দিলেন না। এর আগেও দুজনে একসঙ্গে ভিডিও পোস্ট করে সমর্থকদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সেই সময় বিখ্যাত দম্পতি ঘরে থেকে বিপদ এড়ানোর পরামর্শ দিয়েছিলেন।
View this post on Instagramएकता दिखाएँ, जीवन और देश बचाएँ ???????? @narendramodi
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
তারও আগে দম্পতি স্বেচ্ছা নির্বাসনের সময় বলেছিলেন, "আইসোলেশন আমাদের আরো ভালোভাবে ভালোবাসার সুযোগ এনে দেয়।"
গোটা বিশ্বে করোনার প্রকোপে আপাতত লক ডাউন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশে তিন সপ্তাহের কারফিউ জারি করেছেন। ভারতে স্টেজ ২ পর্বেই ৮০০ র বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।