Advertisment

ইঞ্জিনিয়ারকে জবাব দিলেন অনুষ্কা শর্মা

ভারতীয় ক্রিকেটে অনুষ্কা বরাবরই আলোচিত নাম। বিরাট কোহলির বান্ধবী হওয়ার সূত্রে প্রায়ই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কাকে 'পনৌতি' (অপয়া) অপবাদ শুনতে হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli wears Anushka Sharma t shirt

বিরাট কোহলি, অনুষ্কা শর্মা (টুইটার)

বিশ্বকাপে ভারতের ম্যাচের সময় এক জাতীয় নির্বাচক অনুষ্কা শর্মাকে নাকি চা সার্ভ করছিলেন। এমন বিস্ফোরক অভিযোগ এনে ভারতীয় ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। তবে বেশিক্ষণ চুপ থাকলেন না অনুষ্কা শর্মা। টুইটারে লম্বা বিবৃতিতে অনুষ্কা পালটা জবাব দিয়েছেন ফারুখ ইঞ্জিনিয়ারকে। সেখানেই তিনি বলে দিয়েছেন, চা নয়, তিনি কফি পছন্দ করেন।

Advertisment

অনুষ্কা বিস্ফোরক জবাবে পালটা বলেছেন, তিনি মোটেই নির্বাচকদের জন্য সংরক্ষিত বক্সে ছিলেন না। তিনি 'ফ্যামিলি বক্সে' ছিলেন। ফারুখ ইঞ্জিনিয়ার 'অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এমন মিথ্যা' বলেছেন, এমনটাও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি।

লম্বা টুইটার বিবৃতিতে অনুষ্কা যা বলেছেন, তার মর্মার্থ, "মিথ্যা ও মনগড়া কাহিনীর বিপক্ষে বরাবরই চুপ থেকে এসেছি। এভাবেই বিগত এগারো বছর ধরে নিজের কেরিয়ার সামলে এগিয়েছি। তবে বলা হয়, একটা মিথ্যা নাকি বারেবারে বললে তা সত্যির রূপ নয়। সেই আশঙ্কাই আপাতত আমার। তাই আর আজ নয়।"

আরও পড়ুন বিশ্বকাপে অনুষ্কা শর্মার জন্য় চায়ের কাপ নিয়ে ঘুরছিল নির্বাচকরা: ফারুখ ইঞ্জিনিয়ার

ভারতীয় ক্রিকেটে অনুষ্কা বরাবরই আলোচিত নাম। বিরাট কোহলির বান্ধবী হওয়ার সূত্রে প্রায়ই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কাকে 'পনৌতি'(অপয়া) অপবাদ শুনতে হয়েছিল। সেইজন্যই ফারুখ ইঞ্জিনিয়ারের বক্তব্যের পরে আক্ষেপ করে অনুষ্কা বলেছেন, "আমার নাম ব্যবহার করে মিথ্যা দাবিকে তুলে ধরা হয়েছে। বলা হয় আমি নাকি দলের নির্বাচনী বৈঠকে থাকি। ক্রিকেটারদের জন্য বোর্ডের বরাদ্দ ফ্যামিলি-টাইম থেকে বেশি বিদেশ সফরে থাকি। বোর্ডের তরফে অনৈতিক সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়। এমন গল্প প্রায়ই বলা হয়।"

এরপরে বিরাটের অভিনেত্রী-বান্ধবীর সংযোজন, "ঘটনা হল, নিজের বিদেশ যাত্রার টিকিট আমি নিজেই কাটি। এতদিন চুপ করে ছিলাম। নির্বাচন নিয়ে সমালোচনা করতে চান, করুন। তবে আমার নাম অহেতুক জড়াবেন না। জানিয়ে রাখতে চাই, চা নয়, আমি কফি পান করি।"

 টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন তারকা ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার দাবি করেছিলেন, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এখন 'মিকি মাউজ সিলেকশন কমিটি'। ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন নির্বাচকরা অনুষ্কা শর্মাকে চা দিতে ব্যস্ত ছিলেন।

এখানেই না থেমে তিনি আরও বলেছিলেন, "এরা কি আদৌ যোগ্যতায় নির্বাচক হওয়ার যোগ্য? এরা কি কেউ ১০-১২টি টেস্ট খেলেছে, এমনকী একজন নির্বাচককে আমি চিনিই না। বিশ্বকাপের সময় একজনকে দেখলাম ভারতীয় দলের ব্লেজার পরে রয়েছে। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, কে আপনি? সে নিজেকে নির্বাচক বলে পরিচয় দিয়েছিল। বিশ্বকাপের সময় নির্বাচকরা অনুষ্কা শর্মাকে কাপের পর কাপ চা দিতেই ব্যস্ত ছিলেন।"

Anushka Sharma Virat Kohli
Advertisment