Virat Kohli Latest News: বিরাট নাকি 'বেওয়াফা'? জ্বলে উঠলেন অনুষ্কা! দিলেন যোগ্য জবাব

Virat Kohli Latest News: কোহলির ফ্যানের 'Bewafa' মজায় অনুষ্কা শর্মার রিঅ্যাকশন এখন ভাইরাল। কোহলির সমর্থনে করা এক রিল অনুষ্কা লাইক করতেই হেসে কুটোপাটি নেটিজেনরা।

Virat Kohli Latest News: কোহলির ফ্যানের 'Bewafa' মজায় অনুষ্কা শর্মার রিঅ্যাকশন এখন ভাইরাল। কোহলির সমর্থনে করা এক রিল অনুষ্কা লাইক করতেই হেসে কুটোপাটি নেটিজেনরা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Virat Kohli & Anushka Sharma: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

Virat Kohli & Anushka Sharma: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

Virat Kohli Latest News: ভারতীয় দলের ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) আর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)-কে নিয়ে ফ্যানদের উন্মাদনা নতুন কিছু নয়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ফ্যানের তৈরি মজার রিল, যা দেখে হাসি চেপে রাখতে পারেননি অনুষ্কা নিজেও!

Advertisment

সম্প্রতি ইনস্টাগ্রামে পৃত্থী জাভেরি (@prithvi__zaveri) নামে এক ফ্যান একটি রিল পোস্ট করেছেন। সেই রিলের পটভূমিতে বাজছে ইমরান খানের জনপ্রিয় গান বেওয়াফা (Bewafa)। রিলটিতে দেখা গেছে, ওই ফ্যান নাটকীয়ভাবে কষ্টে কাঁদছেন— যেন কোহলির কোনও বক্তব্যে তাঁর হৃদয় ভেঙে গেছে! রিলের ক্যাপশনে লেখা, 'যখন বিরাট কোহলি বলেছিলেন যে তাঁর খারাপ সময়ে শুধু অনুষ্কা শর্মাই তাঁর পাশে দাঁড়িয়েছেন।' 

আরও পড়ুন- এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি

Advertisment

অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, অনুষ্কা শর্মা নিজে এই রিলটি লাইক করেছেন। মুহূর্তের মধ্যে সেই 'like' সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। টুইটার (X)–এ একজন ইউজার স্ক্রিনশট দিয়ে লেখেন, 'তিনি সত্যিই এক দারুণ মজাদার মহিলা, হাসাতে হাসাতে পাগল করে দেবেন!' আরেকজন লিখেছেন, 'অবাক হওয়ার কিছু নেই যে ম্যাডাম কোহলি সাহেবকে জয় করেছেন, রসবোধ তো সবসময়ই আকর্ষণীয়।' নেটিজেনরা মজার ছলে অনুষ্কার সেন্স অব হিউমারের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, 'তিনি ভীষণ মজার একজন মহিলা'। আবার একজন লিখেছেন, 'অনুষ্কা বউদি লাইক করেছেন।' 

আরও পড়ুন- যে মেয়েরা একসময় মাঠে জায়গাই পেত না, আজ তারাই বিশ্বচ্যাম্পিয়ন! হরমনপ্রীত-রিচাদের অবিশ্বাস্য জয়যাত্রা

গত বছর নভেম্বর মাসে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে তাঁর ৮১তম আন্তর্জাতিক শতরান করার পর কোহলি বলেছিলেন, 'অনুষ্কা সব সুখ-দুঃখে আমার পাশে থেকেছে। পরদার আড়ালে কী ঘটে, তার সবকিছুই সে জানে। ও এখানে আছে। এই বিষয়টিই মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলেছে।' এই বক্তব্য থেকেই তৈরি হয়েছে রিলটির প্রেক্ষাপট।

আরও পড়ুন- মানবতার সেবক! দানবীর চিত্তরঞ্জন দাশের জন্মদিনে জানুন অজানা দেশবন্ধুকে

অনুষ্কা ও বিরাটের পরিচয় হয়েছিল ২০১৩ সালে, একটি বিজ্ঞাপনের শুটিং সেটে। চার বছর পর, ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দু'জন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের পুত্র সন্তান আকায়-এর জন্ম হয়। তাঁদের পারিবারিক জীবন এবং সম্পর্কের রসায়ন এখনও বলিউড-ক্রিকেট জগতের অন্যতম আলোচিত দৃষ্টান্ত।

আরও পড়ুন- কলকাতার কাছেই হনিমুনের দুর্দান্ত ঠিকানা, কম খরচে সেরা ডেস্টিনেশন!

বলিউডে তারকারা সাধারণত এমন রিল বা মিম লাইক করেন না যেটা সরাসরি তাঁদের সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। কিন্তু, অনুষ্কা শর্মা ব্যতিক্রম। তাঁর প্রতিক্রিয়াই প্রমাণ যে, তিনি শুধু তারকা নন, এক অসাধারণ রসবোধসম্পন্ন মানুষ। ইনস্টাগ্রাম ও টুইটারে হাজার হাজার কমেন্টে ভরে গেছে এই পোস্ট। কেউ লিখেছেন, 'অনুষ্কার রসবোধ নিঃসন্দেহে সেরা!' আরেকজনের মতে, 'এই দম্পতিই আদর্শ — ভালোবাসা, শ্রদ্ধা আর হাসির নিখুঁত বন্ধন রয়েছে এঁদের মধ্যে!'

NEWS Virat Kohli