New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/virat-anushka_AMP.jpg)
ভিডিওর স্ক্রিনশট
ক্রিকেট খেলা থেকে শুরু করে একে অন্যকে ট্রোলিং করা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা লকডাউনের সোশ্যাল মিডিয়ায় হিট। এর আগে একাধিকবার সোশ্যাল মিডিয়া কর্ম কাণ্ডের জন্য শিরোনামে উঠে এসেছিলেন বিরাট ও অনুষ্কা। এবার ফের একটি ভিডিও ভাইরাল হল বিরুষ্কার।
Advertisment
অনুষ্কার শেয়ার করা সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি একটি ডাইনোসরকে অনুকরণ করে ঘরময় পায়চারি করছে।
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সেই ভিডিও শেয়ার করে অনুষ্কা লিখেছেন, "আমি দেখলাম। একটি খোলা ডাইনোসর।"
Advertisment
ছোট সেই ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে, গোড়ালি অদ্ভুতভাবে বাঁকিয়ে গোটা ঘর পায়চারি করছেন এবং ডাইনোসরের মত শব্দও করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করা হতেই তা ভাইরাল। যথারীতি সবাই অনুষ্কার পোস্ট করা ভিডিও কমেন্ট ও শেয়ার করেছেন ব্যাপকভাবে। ঘটনাচক্রে, টুইটারে, 'ডাইনোসর' শব্দটিও ট্রেন্ডিং। কোহলির এই ভিডিও একাধিকবার মিম হিসাবেও শেয়ার করা হচ্ছে।
প্রসঙ্গত, এবারই প্রথম প্রকাশ্যে অনুষ্কা কোহলিকে ট্রোলিং করলেন না। এর আগে অনুষ্কা 'এ কোহলি চৌকা মার' ভিডিওও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।
Dinosaurs in Jurrasic Park be like....???????????? https://t.co/wZCLU6RMTVpic.twitter.com/3XEbN44nfT
— Masked Sarcasm (@hungry4sarcasm) May 20, 2020
At best a kangaroo. Not a dino. pic.twitter.com/EQkSJ8gked
— Diksha???? (@BrahmaandKiMaa) May 20, 2020
*When you go to kitchen at 2 AM*
Cockroaches: pic.twitter.com/2gFgS1Nsi0
— Nobita (@Harami_Nobita) May 20, 2020
Some amazing species of extinct dinosaurs. pic.twitter.com/D2LW5mluTr
— Wellu (@Wellutwt) May 20, 2020
It's magic it's magic ft. @imVkohli ???????????? pic.twitter.com/I7wuV1am8k
— Tweeting Quarantino ➐ (@rohitadhikari92) May 20, 2020
I spotted .... A Dinosaur on the loose ???????????????????????? pic.twitter.com/mrYkICDApw
— Anushka Sharma (@AnushkaSharma) May 20, 2020