Advertisment

আনোয়ারের হেডে, কামিন্সের গোলে যুবভারতীতে মাছিন্দ্রা বধ! ডার্বি হার ভুলে সবুজ মেরুন ঝড় AFC কাপে

বিরতির আগেই এক গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান

author-image
Subhasish Hazra
New Update
NULL

মোহনবাগান: ৩ (আনোয়ার আলি-২, জেসন কামিন্স)

মাছিন্দ্রা এফসি: ১ (অলুমোলু)

Advertisment

নেপালের মাছিন্দ্রা এফসিকে হারিয়ে এএফসি কাপের দ্বিতীয় কোয়ালিফাইং পর্ব শুরু করল মোহনবাগান। প্রথম ম্যাচেই নেপালের তারকা খচিত দলকে ৩-১'এ উড়িয়ে দিল হুয়ান ফেরান্দোর বাগান। দুই অর্ধে বাগানের হয়ে গোল করে যান আনোয়ার আলি এবং জেসন কামিন্স।

ডুরান্ড ডার্বিতে পরিবর্ত হিসাবে কলকাতার ফুটবলে অভিষেক ঘটেছিল কামিন্সের। তবে অজি বিশ্বকাপারকে স্বাগত জানাতেই যেন দুর্ধর্ষ গোল করে যান নন্দকুমার। এরপরে কামিন্স দলকে সমতা ফেরানোর জন্য জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তবে ইস্টবেঙ্গল রক্ষণের সামনে খাপ খুলতে পারেননি এ লিগে গতবারের টপ স্কোরার।

প্ৰথম ম্যাচের দুঃসহ অভিজ্ঞতা সামলে এবার গোলের দেখা পেলেন কামিন্স। ডার্বিতে যে সময়ে গোল হজম করেছিল বাগান। কাকতলীয়ভাবে সেই ৫৯ মিনিটেই বুধবার কামিন্স বাগান জার্সিতে নিজের প্ৰথম গোল করে যান। তবে কামিন্স নয়, বাগানের এএফসি কাপের চলতি সিজনের উদ্বোধনী ম্যাচের হিরো আনোয়ার আলি। দুই অর্ধে জোড়া গোল করলেন তারকা স্টপার। দুটোই এল হেডে।

বাগানের জার্সিতে আনোয়ারের প্ৰথম গোল দুর্ধর্ষ হেডার থেকে। হুগো বুমোসের সেন্টারের থেকে দুরন্ত আনোয়ার জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয় গোলে সেন্টার করেছিলেন দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা পেত্রাতোস। ৮৬ মিনিটে আনোয়ারের হেড সামলাতে পারেননি মাছিন্দ্রা কিপার বিশাল শ্রেষ্ঠা।

ম্যাচের প্ৰথম থেকেই দাপট ছিল মোহনবাগানের। প্রতিপক্ষের অর্ধে আক্রমণ শানানো থেকে গোলের সুযোগ তৈরি করা-সবেতেই মোহনবাগান এগিয়ে ছিল। তবুও প্ৰথম গোল পেতে বাগানকে অপেক্ষা করতে হল ৩৮ মিনিট পর্যন্ত।

আসলে মাছিন্দ্রার রক্ষণ বুমোস, সাহালদের একটা সময় পর্যন্ত আটকে দিয়েছিল। বল পজেশনে মোহনবাগানের সঙ্গে পাল্লা দিলেও বিশাল কাইথকে কার্যত কোনও পরিশ্রমই করতে হয়নি বুধবার।

সাহালের সঙ্গে কামিন্স এদিনও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট না করলে সবুজ মেরুন জার্সিতে অভিষেক গোল পাওয়ার জন্য অজি তারকাকে ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হত না।

প্রথমার্ধে সেভাবে নজর কাড়তে ব্যর্থ হলেও মাছিন্দ্রা বিরতির পরে অনেক পজিটিভ ফুটবল খেলতে শুরু করে। ৭৮ মিনিটে ওলুমোলুর দর্শনীয় ফ্রিকিক যেন মাছিন্দ্রার লড়াইয়ে ফেরারই প্রতীক। বক্সের ঠিক বাইরে থেকে নাইজেরীয় তারকা বাঁ পায়ের শটে স্কোরলাইন ১-২ করে দিতেই আচমকা বাগান শিবিরে টেনশনের স্রোত বয়ে গিয়েছিল। তবে ম্যাচের নির্ধারিত সময়ের ঠিক শেষলগ্নে আনোয়ারের দ্বিতীয় হেড জয় নিশ্চিত করে বাগানের।

২২ অগাস্ট মোহনবাগান সাউথ জোন কোয়ালিফায়ারের পরবর্তী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশের আবাহনীর বিপক্ষে। আবাহনী বুধবারই জয় পেল মালদ্বীপের ঈগলসের বিপক্ষে।

মোহনবাগান একাদশ: বিশাল কাইথ, শুভাশিস বোস, ব্রেন্ডন হ্যামিল, আনোয়ার আলি, সাহাল আব্দুল সামাদ, আশিস রাই, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, আশিক কুরুনিয়ান, হুগো বুমোস, জেসন কামিন্স

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football
Advertisment