Advertisment

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পেলেন না! ইতালির হতে খেলবেন সুপার ফরোয়ার্ড

মেসির পাশে খেলার সুযোগ জুটল না। তাই দেশ বদলে ফেললেন তারকা স্ট্রাইকার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে খেলতে হবে। সেই জন্য এবার রবার্তো মানচিনির ইতালি ডেকে নিল আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার মাতেও রেতেগুইকে। আর্জেন্টিনার হয়ে অনুর্দ্ধ-১৯, অনুর্দ্ধ-২০ পর্যায়ে রেতেগুই খেললেও সিনিয়র দলের হয়ে কখনই সুযোগ পাননি। দিদা ইতালীয়। সেই সূত্রে তাঁর কাছে ইতালির হয়েও খেলার অপশন ছিল। সেটাই বেছে নিলেন তিনি।

Advertisment

বর্তমানে টাইগ্রে-র হয়ে আর্জেন্টিনীয় লিগে সর্বোচ্চ গোলদাতা। বোকা জুনিয়র্স থেকে লোনে খেলছেন টাইগ্রে-তে।

লিসের গোলকিপার ওলাদিমিরো ফ্যালকোন এবং তুরিনের ডিফেন্ডার আলেসান্দ্র বুওনগিরনো প্ৰথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ইন্টার মিলানের ডিফেন্ডার মাতেও ডারমিয়ান গত পাঁচ বছরে প্ৰথমবার ইতালি স্কোয়াডে ডাক পেলেন।

গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি নেপলসে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের বিরুদ্ধে। দু-বছর আগেই ইউরো ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। তবে আজ্জুরিরা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। মার্চের ২৬ তারিখে ইতালি মাল্টার বিপক্ষে খেলবে।

ইতালি স্কোয়াড

গোলকিপার: জিয়ানলুইজি দোনারুম্মা, ওলাদিমিরো ফ্যালকোন, আলেক্স মেরেত, ইভান প্রেভেডেল

ডিফেন্ডার: ফ্রান্সেসকো আসেরবি, লিওনার্দো বোনুচ্চি, আলেসান্দ্রো বুওনজিরনো, মাতেও ডারমিয়ান, জিওভান্নি ডি লোরেঞ্জ, ফেদেরিকো দিমার্কো, আলেসিও রোমাগনলি, জিওর্জিও সালভানি, লিওনার্দো স্পিনাজ্জলা, রাফায়েল তলুই

মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিসটানতে, ডেভিড ফ্রাতেসি, জর্জিনহো, লোরেঞ্জ পেলেগ্রিনি, মাতেও পেসিনা, সান্দ্রো তোনালি, মার্কো ভেরাত্তি

ফরোয়ার্ড: ডমিনিকো বেরারদি, ফেদেরিকো চিয়েসা, উইলফ্রায়েড গ্রনতো, ভিনসেনজো গ্রিফো, সিমোন পাফুন্দি, মাতেও পোলিতানো, মাতেও রেতেগুই, জিয়ানলুক্কা স্কামাক্কা

Read the full article in ENGLISH

Argentina Football Italy
Advertisment