বেনজির উত্তেজনা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধল। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়লেন একে অন্যের সঙ্গে। তা থামাতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির জন্ম হল ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে।
ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার খেলতে ব্রাজিলে।এসেছে মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচ ঘিরেই যে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দেবে, কে ভাবতে পেরেছিল! আর্জেন্টিনার তারকারা দুই দলের সমর্থকদের কাছেই শান্ত থাকার আবেদন জানান। তবে সেই আর্জি উপেক্ষা করে স্টেডিয়ামেই জ্বলল আগুন।
শেষে নিরাপত্তার কারণে আর্জেন্টিনার তারকারা মাঠ ছাড়েন। লকার রুমে কাটান ২৭ মিনিট। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেভাবে দফায় দফায় দুই দলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়লেন, তাতে জড়িয়ে পড়লেন ফুটবলাররাও। এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনীয় সমর্থকদের গ্যালারিতে থাকা পুলিশ কর্মীর কাছে আবেদন জানান, হিংসা যেন বন্ধ করা হয়।
এতেও কোনও কাজ হচ্ছে না দেখে বিশ্বকাপজয়ী মেসিরা ম্যাচের আয়োজক ব্রাজিল ফুটবল কর্তাদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই একমাত্র মাঠে নামবেন তাঁরা।
ম্যাচের বাইশ মিনিট পরেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। এরপরে লকার রুমে বেশ কিছুক্ষণ কাটানোর পর মাঠে নামেন তাঁরা। ম্যাচ শুরু হওয়ার সময় থেকেই হিংসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর্জেন্টিনার সমর্থকরা চিয়ার করার পর থেকেই পুলিশকর্মীরা ঘিরে ধরছিলেন তাঁদের। ৩০০০ আর্জেন্টিনীয় সমর্থকদের সেকশন পুরোপুরি ব্লক করে দেওয়া হয়। এরপরে নিরাপত্তাকর্মীদের সঙ্গেই আর্জেন্টিনার সমর্থকদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
ল্যাটিন আমেরিকার দুই সুপার পাওয়ারের ফুটবল দ্বৈরথের জন্য ৬৯ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। ব্রাজিল সমর্থকরা ম্যাচ শুরু হওয়ার সময় থেকেই মেসিকে বিদ্রুপ করতে শুরু করেন। এমনকি পুনরায় খেলা শুরু হওয়ার পরই মেসি তাঁর নামে দুয়ো-ধ্বনি শোনেন।
আরও পড়ুন: ওঁরা আমাদের পিটিয়েই চলেছিল! ব্রাজিল পুলিশের ওপর ক্ষোভে ফাটলেন মেসি, বিতর্কের পর বিতর্ক, দেখুন
আর্জেন্টিনা মাঠ ছাড়লেও ব্রাজিল দল মাঠেই ছিল। তাঁরা আর্জেন্টিনার ফিরে আসার অপেক্ষা করতে থাকেন। ল্যাটিন আমেরিকার ১০ দলের লড়াইয়ে রাউন্ড রবিন পর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই আগের ম্যাচে হার হজম করেছিল। তবে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে।
তবে এত কিছু করেও আর্জেন্টিনাকে থামাতে পারল না ব্রাজিল। বিতর্কিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আর্জেন্টিনা জয় ছিনিয়ে নেয় ১-০ গোলে। মেসিদের হয়ে একমাত্র গোল করে যান নিকোলাস ওতামেন্দি। চলতি সিজনে এই প্ৰথমবার ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে হার হজম করতে হল নেইমার-জেসাসদের। মাঠেও মেসির সঙ্গে সংঘর্ষে জড়ান রদ্রিগো। মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন সাম্বা তারকা। কী হয়েছিল মেসি বনাম রদ্রিগোর মধ্যে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লকার রুম থেকে আর্জেন্টিনা দল পরে ম্যাচ খেলতে নামার সঙ্গে সঙ্গেই রদ্রিগো মেসিদের ভীতু বলে ব্যঙ্গ করতে থাকেন। মেসি তাঁকে নাকি পাল্টা বলে দেন, "আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা ভীতু হতে যাব কেন? নিজের মুখের দিকে ভালো করে তাকাও।"