Advertisment

বিশ্বচ্যাম্পিয়ন হয়েও সেরা দল নয় আর্জেন্টিনা! ফিফার একনম্বর এখনও ব্রাজিল

বিশ্বচ্যাম্পিয়ন হয়েও ব্রাজিলের পিছনে আর্জেন্টিনা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ফিফা র‍্যাঙ্কিংয়ে একনম্বর হওয়া হল না আর্জেন্টিনার। ফিফা ক্রমপর্যায়ে এখনও একনম্বর স্থান ধরে রেখেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বসেছিল ব্রাজিল। চোখের জলে বিদায় নিয়েছিলেন নেইমার।

Advertisment

ঘটনা হল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে।গেলেও গোটা বছরে যথেষ্ট র‍্যাঙ্কিং পয়েন্ট আদায় মরে নিয়েছে ব্রাজিল। যাতে একনম্বর স্থান ধরে রাখা সম্ভব হয়েছে ব্রাজিলের। ফাইনালিস্ট ফ্রান্সকে একধাপ পিছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। আগেও মেসিরা তিন নম্বরে ছিলেন।

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলকে চরম অপমান! এমবাপেকে কষিয়ে জবাব মেসির দেশের মদ কোম্পানির

দুই ধাপ নীচে নেমে বেলজিয়াম আপাতত চার নম্বরে। বিশ্বকাপে মাত্র একটা জয় পেয়েছে বেলজিয়াম। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে। তা সত্ত্বেও ফিফা র‍্যাঙ্কিংয়ে খুব বেশি প্রভাব ফেলেনি বেলজিয়ামের বিশ্বকাপ-পারফরম্যান্স। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস দুজনেই রয়েছে যথাক্রমে পাঁচ এবং ছয় নম্বরে।

পাঁচ ধাপ উঠে সাত নম্বর স্থান অর্জন করেছে ক্রোয়েশিয়া। ইউরো চ্যাম্পিয়ন ইতালি রয়েছে ৮ নম্বরে। বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই না করতে পারলেও ইতালি প্ৰথম দশে রয়েছে।

আরও পড়ুন: এমবাপের জন্মদিনে কুৎসিততম উপহার, সুপারস্টারের পুতুল পোড়াল আর্জেন্টিনীয়রা, দেখুন ভয়ঙ্কর ভিডিও

আফ্রিকান দলগুলির মধ্যে সেরা স্থানে রয়েছে মরক্কো। ঐতিহাসিকভাবে সেমিফাইনালে পৌঁছে যাওয়া অচরাফ হাকিমিরা এগারো ধাপ এগিয়ে রয়েছে এগারো নম্বরে। কনকানাফ এলাকার মধ্যে সবথেকে সেরা র‍্যাঙ্কিংয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় পৌঁছনো মার্কিন যুক্তরাষ্ট্র তিন ধাপ এগিয়েছে। মেক্সিকো রয়েছে ১৫ নম্বরে।

এশিয়া দলগুলির মধ্যে সেরা পজিশনে রয়েছে জাপান, ২০ নম্বরে। যাঁরা এগিয়েছে চার ধাপ। শেষ ষোলোয় পৌঁছনো অন্য এক এশীয় দল অস্ট্রেলিয়া এগারো ধাপ এগিয়ে রয়েছে ২৭ নম্বরে।

ব্রাজিলকে গ্রুপ পর্বে হারানো ক্যামেরুন দশ ধাপ এগিয়ে রয়েছে ৩৩ নম্বরে। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটে ম্যাচই হেরেছিল কাতার। আয়োজক দেশ দশ ধাপ নীচে নেমে রয়েছে ৬০ নম্বরে।

FIFA World Cup Argentina brazil FIFA FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment