বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে ট্রফি জয়ের ছবি পোস্ট করেছিলেন লিওনেল মেসি। সেই পোস্ট আপাতত ইতিহাস গড়ে ফেলেছে। বিখ্যাত 'ডিম' পোস্টকে পেরিয়ে সর্বকালীন লাইক-যুক্ত পোস্টের রেকর্ড গড়েছে মেসির সেই ইন্সটা-আপডেট। এর আগে সবথেকে বেশি লাইক পাওয়া পোস্ট ছিল ২০১৯-এ জানুয়ারিতে করা ডিম-পোস্ট। তবে এবার স্পোর্টস বাইবেল জানাচ্ছে, সেই ট্রফি হাতে নিয়ে ইনস্টাগ্রামের ইতিহাসে রেকর্ড গড়ে ফেলেছেন মেসি, সেই ছবির ওয়ার্ল্ড কাপ ট্রফিটাই নকল ছিল।
স্পোর্টসবাইবেল-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার পর দুনিয়ার সামনে যে ট্রফি নিয়ে বাঁধনহারা উল্লাস চলছিল আর্জেন্টিনীয় ক্যাম্পে, তা আসলে মোটেই আসল ট্রফি নয়। বরং আসল ট্রফির রেপ্লিকা। বিশ্বকাপের প্রটোকল মেনেই আসল ট্রফি উদযাপনে সামিল করা হয়নি। মেসিদের হাতে যে ভুয়ো ট্রফি ছিল তা আসলে বানিয়েছিলেন এক আর্জেন্টিনীয় দম্পতি-ম্যানুয়েল এবং পাউলা।
আরও পড়ুন: বিয়ে না করেই বান্ধবীর সঙ্গে সহবাস! সৌদিতে কড়া শাস্তিতে পড়তে পারেন রোনাল্ডো
আর্জেন্টিনীয় সেই দম্পতি 'এল পাইস' প্রচারমাধ্যমে জানিয়েছেন, "প্ৰথমে আমরা ট্রফি নিয়ে গিয়েছিলাম সমস্ত ফুটবলারদের সই সংগ্রহ করার জন্য। তবে শেষমেশ এই ট্রফি তিন-তিনবার মাঠে ঢুকেছিল। প্ৰথমবার লিয়েন্দ্র পারেদেসের এক আত্মীয় নিয়ে ঢুকে ওঁর সই জোগাড় করে। তারপরে বেশ কয়েকজন আর্জেন্টিনীয় ফুটবলারের উদ্দেশ্যে চিৎকার করে বলি, 'যে ট্রফিটা পারেদেসের হাতে দেখছ, ওটা আমাদের।' তারপরে লাউতারো মার্টিনেজ ওটা নিয়ে যান। এরপরে ফিফার আধিকারিকরা এসে আমাদের নিশ্চিত করে জানাতে বলে, সেটি ফিফার কাপ নাকি!"
স্প্যানিশে লেখা মেসির সেই বিখ্যাত ইন্সটা-পোস্ট বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, "কতবার স্বপ্নে এই ট্রফি দেখেছি। এতটাই গভীরভাবে এই ট্রফি চেয়েছি যে এখনও বিশ্বাস হচ্ছে না যে ওটা অর্জন করেছি। আমার পরিবার এবং যাঁরা আমাদের উপর ভরসা রেখেছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমরা আরও একবার প্রমাণ করলাম আর্জেন্টাইনরা যখন একসঙ্গে লড়াই করে, একত্রিতভাবে তাহলে কাঙ্খিত অর্জন করেই ছাড়ে। এই গ্রুপের সকলেরই এটা প্রাপ্য। এটা ব্যক্তি সত্ত্বার ঊর্ধ্বে। এটা সকলের এক সম্মিলিত প্রচেষ্টা যারা একই স্বপ্নপূরণের জন্য লড়াই করেছে। যেটা সকল আর্জেন্টিনীয়দের স্বপ্ন। আমরা এটা করতে পেরেছি।"
মেসির সেই রেকর্ড-ভাঙা ইনস্টাগ্রাম পোস্টের পাশে জমা পড়েছে ৫৬.৭ মিলিয়ন লাইক এবং ১.৬ মিলিয়ন কমেন্ট। বিশ্বকাপের ইতিহাসে প্ৰথম ফুটবলার হিসাবে দুটো গোল্ডেন বল জয়ের নজিরও গড়েছেন মেসি। এর আগে ২০১৪-য় রানার্স আর্জেন্টিনার হয়ে সোনার বল অর্জন করেছিলেন মহাতারকা। এবার দলকে চ্যাম্পিয়ন করার পথে মেসি ৭ টি গোল এবং ৩ টি এসিস্ট করেছেন।