Advertisment

ভিডিও: ইকুয়েডরকে হাফ ডজন গোল দিল আর্জেন্তিনা

সাম্প্রতিক অতীতে অন্য়তম সেরা পারফরম্য়ান্স দিল আর্জেন্তিনা। আন্তর্জাতিক প্রীতি ম্য়াচে ঘরের মাঠে লা আলবিসেলেস্তে ৬-১ গোলে হারিয়ে দিল ইকুয়েডরকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Argentina thrash Ecuador 6-1

ভিডিও: ইকুয়েডরকে হাফ ডজন গোল দিল আর্জেন্তিনা (ছবি-টুইটার/আর্জেন্তিনা)

সাম্প্রতিক অতীতে অন্য়তম সেরা পারফরম্য়ান্স দিল আর্জেন্তিনা। আন্তর্জাতিক প্রীতি ম্য়াচে ঘরের মাঠে লা আলবিসেলেস্তে ৬-১ গোলে হারিয়ে দিল ইকুয়েডরকে।

Advertisment

এস্তাদিও ম্য়ানুয়েল মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে লিওনেল মেসিকে ছাড়াই গোল বন্য়ায় ভাসল লিওনেল স্কালোনির শিষ্য়রা। গত জুলাইতে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারার পর টানা পাঁচ ম্য়াচে অপরাজিত রইল নীল-সাদা জার্সাধারীরা।

এদিন ম্য়াচের ২০ মিনিটেই  লুকাস আলারিও আর্জেন্তিনাকে এগিয়ে দেন। আকুনার কর্নার থেকে দুরন্ত হেড করে গোলের খাতা খোলেন তিনি। এর সাত মিনিটের মধ্য়েই ইকুয়েডর আত্মঘাতী গোল উপহার দেয় আর্জেন্তিনাকে। আকুনার ক্রস থেকে জন এসপিনোজা গোল করে বসেন। এরপর ৩২ মিনিটে আর্জেন্তিনা পেনাল্টি পায়। লাউতারো মার্টিনেজকে বক্সের মধ্য়ে ফাউল করে বসে ইকুয়েডর। লিয়ান্দ্রো পারেদেস স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন। বিরতিতে তিন গোলে এগিয়েই মাঠ ছাড়ে আর্জেন্তিনা।

আরও পড়ুন: ভিডিও: দু’গোলে পিছিয়েও দুরন্ত প্রত্য়াবর্তনে জার্মানির সঙ্গে ড্র করল আর্জেন্তিনা

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে ইকুয়েডরের ব্য়বধান কমান অ্যাঞ্জেল মেনা। কিন্তু এরপর আর কোনও গোলই ইকুয়েডর করতে পারেনি। উল্টে তাদের আরও তিন গোল হজম করতে হয়। ৬৬ মিনিটে জার্মান পেজেলা হেডে গোল করে ৪-১ করেন। এরপর নিকোলাস ডমিনগুয়েজ ৮২ মিনিটে ও লুকাস ওকামপোস ৮৬ মিনিটে গোল করেন।

গত সপ্তাহে আর্জেন্তিনা ডর্টমুন্ডে আন্তর্জাতিক প্রীতি ম্য়াচে মুখোমুখি হয়েছিল জার্মানির। সিগন্য়াল ইদুনা পার্কে দু'গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করে স্কালোনির শিষ্য়রা।

Argentina leo messi
Advertisment