Advertisment

ছয় বছর পর ব্রাজিলকে 'হারাল' আর্জেন্টিনা! ফিফায় মেসিরা অবশেষে 'ফার্স্ট বয়'

মরক্কোর কাছে হেরেই সর্বনাশ হল ব্রাজিলের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গত ছয় বছরে প্ৰথমবার ফিফা ক্রমতালিকায় শীর্ষে উঠে এল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। পিছনে ঠেলে দিল এতদিন একনম্বরে থাকা ব্রাজিল। গত মাসে আর্জেন্টিনা দুটো ফ্রেন্ডলি ম্যাচ জিতেছিল পানামা এবং কুরাকাওয়ের বিপক্ষে। অন্যদিকে, ব্রাজিল ১-২ গোলে হেরে বসেছে মরক্কোর কাছে। তারপর টানা একবছর শীর্ষে থাকা ব্রাজিলকে সরিয়ে ফিফা তালিকায় একনম্বরে পৌঁছেছে আর্জেন্টিনা। ব্রাজিল নেমে গিয়েছে তিন নম্বরে।

Advertisment

একধাপ উঠে ফ্রান্স র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে। বিশ্বকাপের রানার্সরা ইউরো কাপের কোয়ালফায়ারে পরপর জিতেছে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছে বেলজিয়াম। ইংল্যান্ড ইউরো কাপের কোয়ালিফায়ারে ইতালি ম্যাচ সহ জোড়া জয়ে রয়েছে পঞ্চম স্থানে।

আরও পড়ুন: PSG হারল, ২৬ বার বল খোঁয়ালেন মেসি! টিটকিরিতে কিংবদন্তিকে অপমানে মুড়ে দিল সমর্থকরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্ৰথম দশ দলের মধ্যে ৭টিই ইউরোপের। ইংল্যান্ডের পর বাকি পাঁচ স্থানে ইউরোপ থেকে রয়েছে ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন।

আগামী বিশ্বকাপের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ফিফা ক্রমতালিকায় ১৩ নম্বরে রয়েছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর থেকে দু ধাপ এগিয়ে। ২০২৬ বিশ্বকাপের অন্যতম সহযোগী আয়োজক কানাডা ছয় ধাপ উঠে এসেছে, রয়েছে ৪৭ নম্বরে।

আরও পড়ুন: PSG-র সঙ্গে মেসির ডিভোর্স হচ্ছেই, বিরাট আপডেটে তোলপাড় বিশ্বফুটবল

এশিয়ার দলগুলির মধ্যে সেরা র‍্যাঙ্কিংয়ে রয়েছে জাপান- ২০ নম্বরে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার নেমে গিয়েছে ৬১-এ।

Read the full article in ENGLISH

Argentina brazil FIFA
Advertisment