Advertisment

২০ ওভারেই স্কোর ৪২৭! টি২০'তে বিশ্বরেকর্ড মেসির আর্জেন্টিনার, তছনছ সব রেকর্ড

ক্রিকেটে বিধ্বংসী রেকর্ড গড়ল আর্জেন্টিনা

author-image
IE Bangla Sports Desk
New Update
Arjentina.jpg 1

ক্রিকেটে রেকর্ড গড়া শুরু আর্জেন্টিনার (ছবি টুইটার)

ক্রিকেট গ্লোবাল হতে চলেছে আগামী দিনে। ফুটবলের মত। এশিয়ান গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটেছে। অলিম্পিকেও ব্যাট-বলের লড়াই দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা। লস এঞ্জেলেস অলিম্পিকেই ক্রিকেট ছাড়পত্র পাওয়ার মুখে। ক্রিকেটের ক্রম বর্ধমান জনপ্রিয়তার সঙ্গেই তাল মিলিয়ে এবার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। হ্যাঁ, ঠিক-ই পড়ছেন।

Advertisment

টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল আর্জেন্টিনা। বিশ্বের একনম্বর ফুটবল দল। মেসি-ম্যানিয়ায় কাতার বিশ্বকাপ আছন্ন ছিল। মেসির দেশ যে ক্রিকেট খেলে অনেকেই জানতেন না। শনিবার যখন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধুন্ধুমার ভারত-পাক মহারণ চলছে, সেই সময়েই আর্জেন্টিনা বিশ্ব রেকর্ড গড়ল চিলির বিপক্ষে।

২০ ওভারের খেলায় আর্জেন্টিনা তুলল ৪২১ রান। তা-ও মাত্র ১ উইকেটের বিনিময়ে। অবশ্য পুরুষ নয়, মহিলা ক্রিকেটারদের হাত ধরে এল অভাবনীয় এই কীর্তি। ঘটনা যাইহোক, টি২০-র ইতিহাসে এত রান যে কোনও ধরনের (পুরুষ/মহিলা) ক্রিকেটে সর্বোচ্চ। এর আগে টি২০'তে দলগত সর্বোচ্চ রানের নজির ছিল বাহরিনের। ২০২২-এর মার্চে সৌদি আরবের বিপক্ষে ৩১৮ তুলেছিল বাহরিনের মহিলা ক্রিকেট দল। সেই রেকর্ড শনিবারের পর ম্লান হয়ে গেল।

রাজধানী বুয়েন্স আয়ার্সের সেন্ট আলবানস ক্লাবের মুরিস রুনাকেল ওভালে খেলতে নেমেছিল আর্জেন্টিনীয় মহিলা ক্রিকেটাররা। আর চিলির অনভিজ্ঞ দলকে নাকানিচোবানি খাইয়ে বিশ্বরেকর্ড গড়ল মেসির দেশের মহিলা ক্রিকেটাররা।

প্ৰথমে ব্যাট করতে নেমে আর্জেন্টিনীয় দুই ওপেনার লুসিয়া টেলর এবং আলবার্তা গাইলান ৩৫০ রানের পার্টনারশিপ গড়ে যান। মাত্র ১৬.৫ ওভারে। যে কোনও ধরনের ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ। ৮৪ বলে ১৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লুসিয়া। অন্যপ্রান্তে গালান ৮৪ বলে ১৪৫ করে অপরাজিত থাকেন। দুইজনেই চার-ছক্কার ফুলঝুরি ছোটান। ঘটনাচক্রে, টেলরের এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল মাত্র ২৩। শনিবারের পর তিনি পৌঁছে গেলেন অন্য উচ্চতায়।

সাতজন অভিষেককারীকে নামিয়েছিল চিলি। জবাবে ব্যাট করতে নেমে তারা মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায়। আর্জেন্টিনার জয় এল ৩৬৪ রানের বিশাল ব্যবধানে। সাতজন অভিষেককারীর অন্যতম ছিলেন ফ্লোরেন্সিয়া মার্টিনেজ। তাঁর অভিষেক ম্যাচ দুঃস্বপ্নের হয়ে থাকল। তিনি এক ওভারে খরচ করলেন ৫২ রান। অন্য বোলার কনস্টানজা ওয়ারিস ৪ ওভারে ৯২ রান লিক করলেন। সবমিলিয়ে চিলির বোলাররা ৭৩ রান এক্সট্রা দিলেন। এই ৭৩ অতিরিক্ত রানের মধ্যে ৬৪টিই নো বল! ৩ ওভারে এলিমিয়া তোরো খরচ করলেন ৮৩ রান।

চিলির হয়ে ব্যাটে সর্বোচ্চ রান করলেন জেসিকা মিরান্দা। ২৭ রান করার পাশাপাশি বল হাতে আউট করলেন সর্বোচ্চ রানকারী টেলরকেও। আইসিসির ক্রমপর্যায়ে আর্জেন্টিনা ৬৬ নম্বরে রয়েছে। চিলি আবার ২০১৯-এর পরে এই প্ৰথম টি২০ ম্যাচে খেলল। এত কম খেলার কারণে আইসিসির ক্রমতালিকাতেও নেই তারা।

আরও পড়ুন- মোদি স্টেডিয়ামে শনির কোপে পাকিস্তান! রোহিত-বুমরাদের সামনে হাঁটু গেড়ে আত্মসমর্পণ বাবর বাহিনীর

আইসিসির সদস্য দেশগুলো সম্প্রতি বেশ ভালো পারফর্ম করছে। মঙ্গোলিয়ার বিপক্ষে এশিয়ান গেমসেই নেপাল ৩১৪/৩ তুলেছিল। ৩৪ বলে টি২০'তে সেঞ্চুরি করে নেপালি ব্যাটসম্যান কুশল মাল্লা ৩৪ বলে শতরান করে ভাঙেন ডেভিড মিলার, রোহিত শর্মার রেকর্ড। দীপেন্দ্র সিং আবার ৯ বলে হাফসেঞ্চুরি করে সমস্ত রেকর্ড তছনছ করে দেন।

Argentina Asian Games Lionel Messi
Advertisment