scorecardresearch

নোংরা অঙ্গভঙ্গি করতে বারণ-ই করেন মেসি! বিশ্বকাপ ফাইনালের কুকীর্তি নিয়ে স্বীকারোক্তি মার্টিনেজের

মেসির কথা না শুনেই অবাধ্য হয়েছিলেন। বিষ্ফোরক স্বীকারোক্তি মার্টিনেজের

নোংরা অঙ্গভঙ্গি করতে বারণ-ই করেন মেসি! বিশ্বকাপ ফাইনালের কুকীর্তি নিয়ে স্বীকারোক্তি মার্টিনেজের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে তোলপাড় করে দেওয়া সেই যৌন-ভঙ্গি। তাতে অবশ্য সায় ছিল না লিওনেল মেসির। এমনটাই এবার খোলসা করলেন আর্জেন্টিনীয় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার নিয়েই অশ্লীল অঙ্গভঙ্গি করে বিশ্বের নজর কেড়ে নেন আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো গোলকিপার।

ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলে দিয়েছেন, “সেই সেলিব্রেশনের জন্য আমার কি অনুশোচনা হয়? বেশ, এমন কিছু বিষয় রয়েছে, যা মোটেই আর আগের মত করব না। কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। গোটা কেরিয়ার জুড়েই ফরাসি ফুটবলারদের পাশে খেলেছি। কখনই ওঁদের সঙ্গে সমস্যা হয়নি। জিরুকে জিজ্ঞাসা করে দেখুন, আমি কেমন মানুষ! ফরাসি সংস্কৃতি এবং মানসিকতা ভাল লাগে বরাবর।”

“সেরা গোলকিপারের পুরস্কার নেওয়ার পর যে ভঙ্গি করেছিলাম, তা আদতে সতীর্থদের সঙ্গে মজা করার জন্য। কোপা আমেরিকাতেও এরকম করেছিলাম। তারপর ওঁরাই (সতীর্থরা) আমাকে এই ঘটনার পুনরাবৃত্তি করতে বারণ করে বলে। এমনকি লিও-ও (মেসি) আমাকে এরকম করতে মানা করে। ওঁদের জন্যই এরকম করেছি। এই বেশি কিছু নয়। জাস্ট থেকে সেকেন্ডের জন্য পুরো বিষয়টি ছিল।”

বিশ্বকাপ ফাইনালে ব্যবহারবিধি লঙ্ঘনের জন্য ফিফার তরফে আর্জেন্টিনা জাতীয় দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বিশ্বকাপ জয়ের পরে ইন্টারভিউ জোনের মধ্য দিয়ে যেভাবে দৌড়ে যাচ্ছিলেন আর্জেন্টিনীয় ফুটবলাররা, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে ফিফার তরফে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Argentinas emiliano martinez did not pay heed to lionel messis advice not to attempt lewd gesture during fifa world cup