scorecardresearch

বিশ্বকাপ জয়ের পরেই চরম আতঙ্কে আর্জেন্টিনার মার্তিনেজ! ২০ লক্ষ টাকার কুকুর কিনলেন ভয় মেটাতে

প্রায় ২০ লক্ষ টাকা খরচ করতে হল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্তিনেজ

বিশ্বকাপ জয়ের পরেই চরম আতঙ্কে আর্জেন্টিনার মার্তিনেজ! ২০ লক্ষ টাকার কুকুর কিনলেন ভয় মেটাতে

চুরি হয়ে যেতে পারে বিশ্বকাপ জয়ের পদক। তাই এবার বড়সড় ব্যবস্থা নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্তিনেজ। ২০ হাজার ইউরো খরচ করে পদক পাহারা দেওয়ার জন্য কুকুর কিনলেন। এমনটাই জানিয়েছে, ব্রিটেনের দ্য ডেইলি মেইল প্রচারমাধ্যম। আস্টন ভিলার তারকা গোলকিপার বেলজিয়ান মালিওনিস প্রজাতির প্রহরী কুকুর কিনেছেন। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২০ লক্ষ টাকা।

বহুমূল্যের এই কুকুর কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলস-এর তরফে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। জানা গিয়েছে বিশ্বকাপ জয়ী তারকা নিজের পদক এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এলিট প্রটেকশন ডগ ইউনিটের কাছ থেকে এরকম প্রহরী কুকুর কিনেছেন।

আরও পড়ুন: মেসি না খেলাতেই PSG-কে হারাতে পারলাম! এমবাপের ঘায়ে নুন ছড়িয়ে বিষ্ফোরক আর্জেন্টিনীয় তারকা

বিশ্বকাপে দুর্ধর্ষ গোলকিপিং করে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন মার্টিনেজ। গোটা বিশ্ব টুপি খোলা কুর্নিশ জানিয়েছে তাঁর গোলকিপিংকে। তবে তাঁর আচরণ সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। গোল্ডেন গ্লাভস জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে কুৎসিত অঙ্গভঙ্গি হোক বা কিলিয়ান এমবাপের নামে কুৎসিত ছড়া, সেলিব্রেশন প্যারেডে এমবাপের পুতুল নিয়ে উদযাপন বিশ্ব ফুটবলের শিরোনামে উঠে এসেছে।

রবিবার টটেনহ্যামের বিরূদ্ধে খেলতে নেমেছিল আস্টন ভিলা। সেই ম্যাচে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় গোলকিপার এমি মার্টিনেজকে বাইরে রেখেই দল গড়েছিলেন ভিলা ম্যানেজার উনাই এমেরি। বক্সিং ডে-তে লিভারপুলের বিরুদ্ধে নড়বড়ে গোলকিপিং করেছিলেন ভিলার দ্বিতীয় গোলকিপার রবিন ওলসেন।

আরও পড়ুন: মেসিকে কার্ড দেখিয়ে বিতাড়িত হন বিশ্বকাপে! কুখ্যাত রেফারি এবার ১৮ কার্ড দেখালেন বার্সা ম্যাচে

মার্টিনেজের সঙ্গে কোচ উনাই এমেরির সম্পর্ক আগের মত নেই। ইউরোপীয় ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত খবরাখবর দেয় Fichajes.net। সেই ওয়েবসাইটের প্রতিবেদনেই বলা হয়েছিল আর্জেন্টিনীয় গোলকিপারকে বিক্রি করে দিতে ‘মরিয়া’ ভিলার ম্যানেজার উনাই এমেরি। সেই ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতেই মার্টিনেজকে ছেড়ে দেওয়া হবে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Argentinas emiliano martinez spends 20000 pound to buy guard dog to protect world cup medal