Advertisment

মেসি নয়, PSG ছাড়তে হচ্ছে এমবাপেকেই! দুজনে একসঙ্গে খেলবেন না আর বেশিদিন

পিএসজিতে মেসির সঙ্গে বেশিদিন খেলতে দেখা যাবে না এমবাপেকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মেসি এবং এমবাপের সম্ভবত একসঙ্গে পিএসজিতে সতীর্থ হিসাবে বেশিদিন থাকা হচ্ছে না। মেসি সম্ভবত থাকছেন প্যারিসের ক্লাবটিতেই। অন্যদিকে কিলিয়ান এমবাপের রিয়েলে যোগ দেওয়ার সম্ভবনা জোরালো। ফ্রান্সের প্রচারমাধ্যম লে পেরিসিয়ান-এ বলা হয়েছে, মেসি ২০২৩/২৪ সিজন পর্যন্ত থাকছেন পিএসজিতেই।

Advertisment

গত রবিবার ৩৫ বছরের মহাতারকা টাইব্রেকার শ্যুট আউটে দলকে জিতিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ৩৬ বছর পর। বিশ্বকাপ শেষের পরেই জল্পনা শুরু হয়েছিল, মেসি সম্ভবত পিএসজি ছাড়তে পারেন। সম্ভাব্য দুই গন্তব্য হিসাবে উঠে এসেছিল বার্সেলোনা এবং মেজর লিগ সকারের ইন্টার মায়ামি। তবে ফরাসি সংবাদমাধ্যমে বলা হয়েছে, "চলতি ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপ চলাকালীনই দুই তরফের সম্মতিতে মেসিকে আরও এক বছর পিএসজির জার্সিতে দেখা যেতে চলেছে।"

আরও পড়ুন: এমবাপের জন্মদিনে কুৎসিততম উপহার, সুপারস্টারের পুতুল পোড়াল আর্জেন্টিনীয়রা, দেখুন ভয়ঙ্কর ভিডিও

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি চলতি মাসে জানিয়েছিলেন, মেসি লিগা ওয়ানের চ্যাম্পিয়ন দলে খুশি। তাঁর চুক্তি বাড়ানোর বিষয়টি বিশ্বকাপ শেষের পরে আলোচনা হবে। প্রসঙ্গত, চলতি সিজনের শেষেই মেসির চুক্তি শেষ হচ্ছে প্যারিসের ক্লাবটির সঙ্গে। ২০২১-এ দুই বছরের চুক্তিতে মেসি পিএসজিতে যোগ দেন। চলতি সিজনে তাঁর নামের পাশে ১২ গোল এবং ১৪ এসিস্ট।

অন্যদিকে, মেসির পিএসজিতে থাকা কার্যত নিশ্চিত হয়ে গেলেও দল।ছাড়তে পারেন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ শেষ হওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিএসজির হয়ে ট্রেনিংয়ে নেমে পড়েছেন সুপারস্টার। তবে বিশ্বকাপ হারে হতাশ এমবাপেও এবার নজর দিচ্ছেন ব্যক্তিগত অর্জনে। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের আন্ডার পারফর্মার পিএসজি। প্যারিসের ক্লাবটির প্রজেক্টে খুশি নন এমবাপে। ইউরোপীয় সেরা ক্লাব টুর্নামেন্ট জেতার খিদে নিয়েই তিনি এবার নাম লেখাতে পারেন রিয়েল মাদ্রিদে। এমনটাই জানিয়েছে স্পোর্টস ডায়ারিও।

আরও পড়ুন: কাতারের নিয়মকে বুড়ো আঙুল! বক্ষযুগল উন্মুক্ত করেও বিপদ এড়ালেন আর্জেন্টিনার তরুণী সমর্থক, কীভাবে

জানা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডো নয়, এমবাপে একদম মরশুম শেষেই স্পেনের চ্যাম্পিয়ন ক্লাবে যাচ্ছেন। এর আগে এমবাপের জন্য বিশাল অর্থ খরচ করতে রাজি হয়নি রিয়েল মাদ্রিদ। তবে বিশ্বকাপের দুর্ধর্ষ পারফরম্যান্স এবার নতুন করে ভাবতে বাধ্য করছে কার্লো আনসেলোত্তির দলকে।

এমবাপেকে পেতে ঝাঁপাবে লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মত দুই ক্লাব। এমনটাই খবর। তবে পিএজসির মত বেতন অন্য ক্লাবের কাছে পাবেন না আসা করেই এমবাপে নিজের বেতন কমিয়েই অন্য ক্লাবে নাম লেখাতে পারেন।

দেখা যাক এখন কী হয়!

Real Madrid Lionel Messi leo messi PSG Kylian Mbappe
Advertisment