আগামী সোমবারেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই মাস পূর্ণ হচ্ছে। তার আগেই বড় খবর হয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনার বিশ্বকাপ গোলকিপার এমি মার্টিনেজের পা পড়তে চলেছে শহর কলকাতায়। আর চার মাসের মধ্যেই। জুনেই দিবু মার্টিনেজ চলে আসতে পারেন শহরে। এমনই খবর পাওয়া গেল এবার।
আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে দিয়েছেন আস্টন ভিলায় খেলা গোলকিপার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং ফাইনালে মার্টিনেজের গ্লাভস না থাকলে মেসির স্বপ্নপূরণ কোনওভাবেই হত না। জোড়া ম্যাচই টাইব্রেকারে আর্জেন্টিনাকে কার্যত একার হাতে জিতিয়ে দিয়েছেন প্রবল আলোচিত এই গোলকিপার। তিনি এবার কলকাতা কাঁপাতে আসছেন।
এর আগে মারাদোনা, পেলে, কাফুকে কলকাতায় আনার কারিগর শতদ্রু দত্তই নিয়ে আসছেন মেসির দলের বিশ্বকাপ জয়ী গোলকিপারকে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ফোনে শতদ্রু দত্ত জানালেন, "কথাবার্তা প্রায় পাকা। পুরো বিষয়টি যদিও প্রাথমিক পর্যায়ে। তবে ও কলকাতায় আসছেই। জুনে না এলে পরের কোনও ডেটে আসবে কিনা, তা এখনও ফাইনাল হয়নি।"
কলকাতায় এর আগে বহু রথী-মহারথী ফুটবলার খেলে গিয়েছেন, ঘুরে গিয়েছেন। পেলে নিজের সেরা সময়ে খেলে গিয়েছেন। ঘুরে গিয়েছেন অবসরোত্তর সময়ে। মারাদোনা দু-দুবার এসেছেন। অলিভার কানের বিদায়ী ম্যাচ দেখেছে এই কলকাতা। এছাড়া আইএসএল-এর সৌজন্যে মাতেরাজ্জি, পিরেস, রবার্তো কার্লোস, রোনাল্ডিনহোদের মত সুপারস্টার ঘুরে গিয়েছেন। মেসি গোটা আর্জেন্টিনা দল নিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতে প্রদর্শনী ম্যাচ খেলে গিয়েছেন। ২০১০ বিশ্বকাপের ঠিক পরেই সোনার বুট জয়ী দিয়েগো ফোরলান ঘুরে গিয়েছিলেন কলকাতায়।
তবে বিশ্বকাপ জেতার মাত্র কয়েকমাসের মধ্যেই কলকাতায় পা পড়েনি কোনও ফুটবল নক্ষত্রের। দিবু মার্তিনেজ সেই ট্র্যাডিশন ভাঙতে চলেছেন। কলকাতার স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চলেছেন মেসির মুখে হাসি ফোটানো মহাতারকা। এদিন, ১৭ ফেব্রুয়ারি থেকেই সেই প্রতীক্ষা শুরু হয়ে গেল।