ফুটবল বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশে জনজোয়ার নেমেছিল। নীল-সাদা জার্সিতে মুড়ে গিয়েছিল গোটা দেশ। বাংলাদেশ যেন হয়ে ওঠে আর্জেন্টিনার দ্বিতীয় ঘর। লিওনেল মেসি, দি মরিয়াদের ছবি, প্ল্যাকার্ড, গ্রাফিতির আচ্ছাদনে যেন ঢাকা পড়ে গিয়েছিল বঙ্গবন্ধুর দেশ।
বাংলাদেশ জুড়ে ফুটবল সমর্থকদের এই সমর্থনের সুনামি ছুঁয়ে গিয়েছিল ফিফাকেও। বিশ্বকাপ চলাকালীন ফিফার টুইটার হ্যান্ডল থেকে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার ছবি শেয়ার করা হয়েছিল।
এবার বাংলাদেশি সমর্থকদের জন্য বড় খবর। বাংলাদেশকে নিয়ে মুখ খুললেন স্বয়ং লিওনেল আন্দ্রেস মেসিও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন এখনও চলছে পদ্মাপাড়ে। সেই বিষয়েই সম্প্রতি মেসি আর্জেন্তিনার প্রচার মাধ্যম ডায়ারিও ওলে-কে নিজের মনের কথা খোলসা করেছেন।
সাক্ষাৎকারে মেসিকে প্ৰশ্ন করা হয়, বাংলাদেশের ফুটবল সমর্থকদের উন্মাদনা তিনি প্রত্যক্ষ করেছেন কিনা। মেসির জবাব, "অবশ্যই সবকিছু জানি। ফাইনালের আগে আমাদের টিশার্ট সর্বত্র। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ নম্বর টিশার্ট পরা সমর্থকরা আমাদের নজরে এসেছেন। গোটা বিষয়টি দারুণ।"