/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/mbappe-messi.jpeg)
২০২৬-এ বয়স হবে ৩৯। সেই বয়সে বিশ্বকাপে নামতে পারবেন কিনা, তা নিয়ে নিজের মধ্যেই ঘোর সংশয় রয়েছে আর্জেন্টিনীয় মহাতারকা লিওনেল মেসির। তিনি খেলুন বা না খেলুন- লিওনেল স্কালোনি যেন জাতীয় দলের কোচ থাকেন, সেটাই চান মেসি।
গত ডিসেম্বরে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের ওর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছেন তিনি। ২০২৬-এ বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা।
আরও পড়ুন: মেসিদের কাছে বিশ্বকাপ হার সহ্য করতে পারলেন না! ২৯ বছরেই অবসর রোনাল্ডোর ফরাসি বন্ধুর
আর্জেন্টিনার প্রচারমাধ্যম ওলে-তে সম্প্রতি গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, পরের বিশ্বকাপে তাঁর বয়স খেলার ইচ্ছার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। "ফুটবল খেলতে পছন্দ করি। যা করি তা নিজের ভালোলাগা থেকেই। যদি আমি শারীরিকভাবে ফিট থাকি এবং খেলা আগের মত উপভোগ করতে পারি, তাহলে আমি খেলব। তবে পরের বিশ্বকাপ মনে হচ্ছে অনেক দূর।" বলে দিয়েছেন মেসি।
বিশ্বকাপ না খেললেও মেসি আগেই জানিয়ে দিয়েছেন, ২০২৪-এ কোপা আমেরিকায় অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা কোপায় খেতাব ধরে রাখার জন্য দলকে সাহায্য করতে চান। জানাচ্ছেন, "আরও কিছুদিন খেলব। খেলাটা ভালোই উপভোগ করছি।"
আর্জেন্টিনীয় ফুটবল সংস্থার কাছে কোচ স্কালোনি আপাতত নিজের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন। মেসি অবশ্য চাইছেন জাতীয় দলের কোচের পদে স্কালোনিই থাকুন। "জাতীয় দলের জন্য উনি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রসেস চালু রাখা দারুণ ব্যাপার হবে।" বলছেন মেসি।
আরও পড়ুন: মেসির কাঁধেই এখন PSG-র সম্মান রক্ষার ভার! আসল সময়েই পাশে পাবেন না এমবাপেকে
বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর প্যারিসের ক্লাবে খেলাটা কেমন অভিজ্ঞতা, সেই বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন এলএমটেন। মেসি সরাসরি জানাচ্ছেন, এমবাপের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল নিয়ে বেশি কথা হয়নি।
বিশ্বকাপজয়ী কিংবদন্তি জানিয়েছেন, "কেউ বিশ্বকাপ ফাইনাল হারের পর কথা বলাটা পছন্দ করে না। আমারও একবার এরকম অভিজ্ঞতা হয়েছে। আমিও সেই নিয়ে আলোচনা করতে চাইতাম না। এমবাপের সঙ্গে আমার কোনও সমস্যাই নেই। যা বলা হচ্ছে, ঘটনা তাঁর উল্টোটাই।"
Leo Messi on his relationship with Kylian Mbappé since the World Cup:
“On the contrary, the truth is that there is no problem with Kylian.” 🇦🇷🤝🇫🇷 pic.twitter.com/5TAK5YcVK4— PSG Report (@PSG_Report) February 2, 2023
মার্চে মেসি আর্জেন্টিনার জার্সিতে একটি প্রীতি ম্যাচ খেলবেন। বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতেই এই ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনীয় ফুটবল সংস্থা।
Read the full article in ENGLISH