নিজের অবসর নিয়ে বড়সড় বোমা ফাটিয়ে দিলেন লিওনেল আন্দ্রেস মেসি। বুটজোড়া কবে তুলে রাখবেন, তা নিয়ে কোনও দিনক্ষণ না জানালেও মেসি বলে দিচ্ছেন, কেরিয়ারে আর কিছুই মাইলস্টোন ছোঁয়া বাকি নেই!
Advertisment
সাতবার ব্যালন ডি'অর জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ ক্লাব ফুটবলের সমস্ত মুকুটই তাঁর করায়ত্ত। দেশের জার্সিতে এক বছর আগেই কোপা আমেরিকা জিতে ফেলেছিলেন। এমন অবস্থায় তাঁর ট্রফি ক্যাবিনেটে একটাই খেতাব জয় বাকি ছিল, তা হল বিশ্বকাপ। কাতারে ট্রফির দুর্গমতম শৃঙ্গও ছুঁয়ে ফেলেছেন।
এমন অবস্থায় জাতীয় দলের হয়ে আর জেতার কিছুই বাকি ছিল না। সমস্ত অর্জন পরিপূর্ণ করে মেসি এবার জানাচ্ছেন, "কেরিয়ারের একটা পর্ব সমাপ্ত হল। একটা বৃত্ত সম্পূর্ণ।" আর্বানাপ্লে-কে মেসি আরো জানাচ্ছেন, "যা স্বপ্ন ছিল, জাতীয় দলের হয়ে সমস্ত অর্জন পূর্ণ করে ফেলেছি। ব্যক্তিগত সমস্ত মাইলফলক জয় করেছি। এখন স্বকীয়ভাবে কেরিয়ার শেষ করার পালা। কেরিয়ার শুরুর সময় ভাবতেই পারিনি, এত সবকিছু করতে পারব। এই পর্যায়ে পৌঁছতে পারা সেরা অধ্যায়। কোনও অভিযোগ। চাওয়ারও এর কিছু বাকি নেই। কোপা জিতেছি। ওয়ার্ল্ড কাপ জয়ও সম্পূর্ণ। আর কোনও চ্যালেঞ্জই বেঁচে নেই।"
মেসির আরও বক্তব্য, "যেভাবে দিয়েগো (মারাদোনা) আমাদের, দেশকে ভালবাসত, তাতে আমার হাতে যদি ও বিশ্বকাপ ট্রফি তুলে দিত, অথবা নিজের চোখে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখত, তাহলে তার থেকে ভালো আর কিছুই হত না। আমার মনে হয় ও ওপর থেকে পুরো জয় উপভোগ করেছে।"
ঘটনাচক্রে, ২০১৬-য় কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরে অবসর ঘোষণা করেছিলেন। তারপরে অবসর ভেঙে জাতীয় দল প্রত্যাবর্তন এবং স্বপ্নের সমস্ত খেতাব অর্জন- রূপকথার থেকে কোনও অংশে কম নয় মেসি-কাহিনী।