scorecardresearch

বিশ্বকাপে সুযোগ পাননি আর্জেন্টিনা দলে! জোড়া ম্যাজিক গোলে এবার মেসিদের বার্তা দাইবালার, দেখুন ভিডিও

গোটা বিশ্বকাপই রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে, এবার ম্যাজিক দেখালেন সেই দাইবালা, রইল ভিডিও

বিশ্বকাপে সুযোগ পাননি আর্জেন্টিনা দলে! জোড়া ম্যাজিক গোলে এবার মেসিদের বার্তা দাইবালার, দেখুন ভিডিও

বিশ্বকাপে মেসির পাশে আর্জেন্টিনার আক্রমণভাগে ম্যাকএলিস্টার, হুয়ান আলভারেজ এমনকি লাউতারো মার্টিনেজরা পর্যাপ্ত সুযোগ পেয়েছেন। তবে পাওলো দাইবালার বিশ্বকাপ কেটেছে ডাগ-আউটে বসে। হাতে গোনা কয়েক মিনিট বাদ দিয়ে দাইবালার সুযোগ জোটেনি বিশ্বকাপজয়ী দলে।

তবে বিশ্বকাপের আক্ষেপ পিছনে ফেলে এএস রোমার হয়ে সিরি-আ’তে এবার আগুন জ্বালালেন আর্জেন্টাইন সুপারস্টার। ফিওরেন্তিনার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জেতালেন দাইবালা। ১০ জনের ফিওরেন্তিনার বিরুদ্ধে দাইবালার দুটো গোল-ই এল টমি আব্রাহামের সহায়তা থেকে।

ফিওরেন্তিনাকে প্রায় গোটা ম্যাচই খেলতে হল ১০ জনে। ম্যাচের বয়স যখন মাত্র ২৪ মিনিট সেই সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডোডো। আর এই সুবিধা নিয়েই রোমা ম্যাচের প্ৰথম গোল করল বিরতির ঠিক পাঁচ মিনিট আগে। টমি আব্রাহাম বুক দিয়ে বল নামিয়ে পাস বাড়ান আগুয়ান দাইবালাকে। সেই বল ধরে দুর্ধর্ষ ভলিতে গোল জেরে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের শেষলগ্নে আব্রাহাম-দাইবালা জুটিতেই আসে রোমার দ্বিতীয় গোল। টমি আব্রাহাম বক্সের মধ্যে পাস বাড়ান দাইবালাকে। সেখান থেকেই নিখুঁত ফিনিশিংয়ে মেসির জাতীয় দলের সতীর্থ ২-০ করে যান।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Argentine star paulo dybala scores twice in as roma win against fiorentina