গতবছরই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। শচীন তেন্ডুলকরের সুপুত্র হয়ে ওঠার সব গুণই মজুত রয়েছে অর্জুনের মধ্যে। ব্যাটে-বলে নিজের জাত চেনাচ্ছেন তিনি। সদ্যসমাপ্ত মুম্বই টি-২০ লিগে ব্যাট হাতে মাঠ মাতিয়েছিলেন অর্জুন। এবার বল হাতে জ্বলে উঠলেন বিদেশে।
বাঁ-হাতি পেসার অর্জুন এমসিসি ইয়ং ক্রিকেটার্সের হয়ে সারে সেকেন্ড ইলেভেনের বিরুদ্ধে খেলছেন। সোমবার সকালে তাঁর আগুনে ডেলিভারিতে ছিটকে গিয়েছে সারের ব্যাটসম্যান ন্য়াথান টিলের উইকেট। অর্জুনের কোনাকুনি ছুটে আসা রান-আপ আর দুরন্ত পেসের কোনও দিশাই পায়নি ব্যাটসম্যান। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেল থেকে সেই ডেলিভারির ভিডিও টুইট করা হয়েছে। অর্জুনকে কুর্নিশ জানিয়েছে।
আরও পড়ুন: T20 Mumbai League: ব্যাটে-বলে শুরুতেই দুর্দান্ত অর্জুন, মুম্বই লিগে কিংবদন্তি-পুত্র ফের শিরোনামে
দিনের শেষে অর্জুন ১১ ওভার বল করে ২ উইকেট নিয়ে ৫০ রান খরত করেন। দু'টি মেডেনও নেন তিনি। অর্জুনের ইকনমি রেট ৪.৫৫। সারে ৬ উইকেট হারিয়ে ৩৪০ করেছে। অর্জুনের টিম ২২৭ রানে পিছিয়ে। হাতে রয়েছে চার উইকেট।