বাবা ক্রিকেট ঈশ্বর। ছেলের প্রতিভাও ঈশ্বর-প্রদত্ত। অর্জুন তেন্ডুলকর যে ভবিষ্যতে দেশের ক্রিকেটের সম্পদ হতে পারেন, তা নিয়ে কোনও সন্দেহ-ই নেই। যুব পর্যায়ের ক্রিকেটে বারেবারেই নিজেকে প্রমাণ করেছেন সচিন তনয় অর্জুন। যাইহোক, তাঁর ক্রিকেট কেরিয়ারের উত্থানের আরও সাক্ষী থাকল মুম্বই ক্রিকেট। মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে অর্জুন এবার নিলামে ৫ লক্ষ টাকা পেলেন। তিনি খেলবেন আকাশ টাইগার্সের জার্সিতে।
নিলামে অর্জুনকে নিয়ে প্রতিটি দলগুলির মধ্যেই উৎসাহ ছিল। বেস প্রাইস ছিল ১ লক্ষ টাকা। অর্জুনের নাম ঘোষণা হতেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি বিড করতে শুরু করে। তবে অর্জুনের দর ৫ লক্ষতে পৌঁছে দেন নর্থ মুম্বই প্যান্থার্স। নিলামের নিয়ম অনুযায়ী, ৫ লক্ষই ছিল সর্বোচ্চ বিড। এর বেশি দর তোলা সম্ভব নয়। যাইহোক, পুরো নিলাম পর্ব পরিচালনা করছিলেন চারু শর্মা। তিনি ৫ লক্ষ টাকাতেই অর্জুনকে কেনার প্রস্তাব দেন অংশগ্রহণকারী নতুন দুই দল- আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস এবং ঈগল থানে স্ট্রাইকার্সকে।
এরপরে নিয়ম অনুযায়ী, আকাশ টাইগার্স ও ঈগল থানে স্ট্রাইকার্স, দুই দলই ওটিএম (অপরচুনিটি টু ম্যাচ) কার্ড ব্যবহার করে। দুই দলের নিলাম কার্ডই একটি ব্যাগে রাখা হয়। লটারিতে সেখান থেকেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির সদস্য উন্মেষ খানভিলকর আকাশ টাইগার্সের কার্ড তোলেন।
অর্জুনের পাশাপাশি মুম্বই লিগে দল পেলেন সূর্যকুমার যাদব (ট্রায়াম্প নাইটস মুম্বই নর্থ ইস্ট), শিভম দুবে, সিদ্ধার্থ লাড (শিবাজী পার্ক লায়ন্স), পৃথ্বী শ (নর্থ মুম্বই প্যান্থার্স), আদিত্য তারে, সরফরাজ খান (ঈগল থানে স্ট্রাইকার্স), ধবল কুলকার্নি (আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস) শ্রেয়স আইয়ার (নমো বান্দ্রা ব্লাস্টার্স)।
ঘটনাচক্রে, এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন তেন্ডুলকর।