Advertisment

আন্তর্জাতিক অভিষেকে ডাক হলেন অর্জুন, মনে করালেন শচিনকেই

বল হাতে পেরেছিলেন। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হলেন অর্জুন তেন্ডুলকর। দু’দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ দেশের জার্সিতে অভিষেক করেছিলেন শচিন তেন্ডুলকরের সুপুত্র অর্জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
arjun-tendulkar

আন্তর্জাতিক অভিষেকে ডাক হলেন অর্জুন, মনে করালেন শচিনকেই

বল হাতে পেরেছিলেন। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হলেন অর্জুন তেন্ডুলকর। দু’দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ দেশের জার্সিতে অভিষেক করেছিলেন শচিন তেন্ডুলকরের সুপুত্র অর্জুন। উইকেট নিয়েই খবরে এসেছিলেন তিনি। কিন্তু এবার ব্যাট করতে নেমে হোঁচট খেলেন তিনি।

Advertisment

আরও পড়ুন: অর্জুনের প্রথম আন্তর্জাতিক উইকেট, কেঁদে ফেললেন কাম্বলি

এই মুহূর্তে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কায় সফররত। দ্বীপরাষ্ট্রে প্রথম যুব টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কার কমিল মিশরাকে শিকার করেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট এসেছিল তাঁর। কিন্তু বুধবার শশিকা দুলশনের বলে আউট হয়ে যান অর্জুন। ১১টি বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। ঘটনাচক্রে শচিনও ১৯৮৯-তে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে কোনও রান করতে পারেননি।

গত জুলাইতেই শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন। এরপর জাতীয় শিবিরে ডব্লিউভি রমন ও সনথ কুমারের তত্ত্বাবধানে প্রস্তুতি সারেন তিনি। গত ১০ জুলাই শ্রীলঙ্কায় এসেছে ভারত। দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ (১২-১৩ জুলাই) খেলেছেন অর্জুনরা। সিরিজের দ্বিতীয় যুব টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে। এরপর ২৯ জুলাই থেকে ওয়ান ডে সিরিজ।

বাঁ-হাতি পেসার অর্জুন বাবার সূত্রে ও নিজগুণে ক্রিকেট সার্কিটে পরিচিত। নেটে বিরাট কোহলিকেও বল করেছেন তিনি। গত সেপ্টেম্বরে মুম্বইয়ের অনুর্ধ্ব-১৯ দলের হয়ে জেওয়াই লিলি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলেছেন অর্জুন। গতবছর তাঁর ইয়র্কারেই গোড়ালিতে চোট পেয়ে ফিরে যান জনি বেয়ারস্টো। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় ঘটনাটি ঘটেছিল। এই  সিরিজে অর্জুনের দিকে চোখ রয়েছে অনেকেরই।

Advertisment