‘বাপ কা বেটা, সিপাইকা ঘোড়া’ বলার সময় হয়ত এখনও আসেনি। কিন্তু শচীন তেন্ডুলকরের সুপুত্র অর্জুন তেন্ডুলকরের জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর ওপরের প্রবাদ বাক্যকেই মান্যতা দেওয়ার পথে বলা যায়। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি চারদিনের ম্যাচে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মাস্টার ব্লাস্টারের ছেলে।
বাঁ-হাতি পেসার অর্জুন বাবার সূত্রে ও নিজগুণে ক্রিকেট সার্কিটে পরিচিত। নেটে বিরাট কোহলিকেও বল করেছেন তিনি। গত সেপ্টেম্বরে মুম্বইয়ের অনুর্ধ্ব-১৯ দলের হয়ে জেওয়াই লিলি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলেছেন। গতবছর তাঁর ইয়রকারেই গোড়ালিতে চোট পেয়ে ফিরে যান জনি বেয়ারস্টো। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় ঘটনাটি ঘটে।