/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/Arjun-Tendulkar-1.jpg)
পদবীর জোরে সতীর্থদের থেকে লাইমলাইট কেড়ে নিচ্ছেন ‘ব্যর্থ’ অর্জুন
বাবার নাম শচিন তেন্ডুলকর হলে, ছেলের উপর পাহাড় প্রমাণ চাপ থাকবেই। তাঁকে নিয়ে কাটাছেঁড়াও চলতে থাকবে। এ কথা কিন্তু দিনের আলোর মতোই সত্যি। আর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বছর আঠারোর শচিন পুত্র অর্জুন। এমনকি তাঁর পদবীর ওজন এতটাই বেশি যে, তাঁর দলের বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সও চাপা পড়ে যাচ্ছে সেখানে।
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন অর্জুন। শ্রীলঙ্কার মাটিতে দেশের জার্সিতে তাঁর শুভারম্ভটা মোটেই ভাল হয়নি। এখনও পর্যন্ত হাত ঘুরিয়ে একটি মাত্র উইকেট পেয়েছেন তিনি। আর ব্যাট হাতে খাতাই খুলতে পারেননি অর্জুন। যদিও মিডিয়ার যাবতীয় লাইমলাইট এহেন অর্জুনের উপরেই। কারণ সেই একটাই। তাঁর বাবা আধুনিক ক্রিকেটের ডন। এদেশে এখনও মাস্টার ব্লাস্টার বাইশ গজের ঈশ্বর রূপেই পূজিত হন।
আরও পড়ুন: আন্তর্জাতিক অভিষেকে ডাক হলেন অর্জুন, মনে করালেন শচিনকেই
অর্জুনের থেকে ফোকাসটা সরালে দু’টো নাম চোখের সামনে ভেসে উঠবে। একজন অথর্ব তাইডে, অন্যজন আয়ুশ বাদোনি। দ্বীপরাষ্ট্রে সফররত অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের এই দুই ক্রিকেটার আলো জ্বালিয়েছেন। বাদোনি নিজের নামের পাশে অপরাজিত ১৮৫ রানের ইনিংস লিখেছেন। পাশাপাশি হাত ঘুরিয়ে নিয়েছেন চার উইকেট। অন্যদিকে অথর্ব ১৬০ বলে ১১৩ করেছেন।
শ্রীলঙ্কা সফরে অর্জুনের দলে ঢোকা নিয়ে বিভিন্ন মহলে ও সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। অনেকের মতে স্রেফ বাবার নাম ভাঙিয়েই অর্জুন এসেছেন দলে। স্বজনপোষণ নীতির তিরে বিদ্ধ হয়েছিলেন অর্জুন। গতবছর অর্জুনের ইয়র্কারে যখন গোড়ালিতে চোট পেয়ে জনি বেয়ারস্টো ফিরে যান, তখন মিডিয়াও অর্জুনের ভূয়সী প্রশংসা করেছিল। তাঁকে “প্রডিজি” আখ্যা দেওয়া হয়।
অন্যদিকে অনেকেই অর্জুনের তুলনা টানছেন রোহন গাভাস্কর ও সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে। ঘটনাচক্রে বিজয় মঞ্জরেকর ও সুনীল গাভাস্করের পুত্ররা কেউই বাবার নামের সুবিচার করতে পারেননি। আন্তর্জাতিক আঙ্গিনায় তাঁদের সাফল্য নেই বললেই চলে।
আরও পড়ুন: অর্জুনের প্রথম আন্তর্জাতিক উইকেট, কেঁদে ফেললেন কাম্বলি
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দু’টি যুব টেস্ট ম্যাচ ও পাঁচটি ওয়ান ডে খেলবে। আগামী ২৪ জুলাই থেকে হামবানটোলায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩০ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত কলম্বোতে চলবে ওয়ান ডে। অর্জুনের সামনে নিজেকে প্রমাণ করার আরও সুযোগ থাকবে। কিন্তু তাঁকে এটাও মাথায় রাখতে হবে যে, বিখ্যাত পদবীর ওজনটা নিয়েই তাঁকে আজীবন চলতে হবে। আর ক্রিকেট মাঠে শেষ কথা বলে শুধু পারফরম্যান্স।
ভারত অনূর্ধ্ব ১৯ দল: আরিয়ান জুয়াল, অনুজ রাওয়াত (ক্যাপ্টেন), আয়ুশ বাদোনি, হরভিক দেশাই, হর্ষ ত্যাগী, মোহিত জাংরা, ইয়াতিন মাঙ্গওয়ানি, দেবদূত পাদ্দিকল, আকাশ পাণ্ডে, পবন শাহ, ইয়াশ রাঠোর, সমীর চৌধুরি, অথর্ব তাইডে, অর্জুন তেন্ডুলকর, নেহাল ওয়াধেরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us